মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় টলিপাড়ারা টেকনিশিয়ানদের সাহায্যের জন্য তৈরি হচ্ছে শর্ট ফিল্ম।
নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় করোনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে তৈরি হচ্ছে শর্ট ফিল্ম। এই শর্ট ফিল্মের পরিচালক অরিন্দম শীল। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এবার ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। দিন-রাত পরিশ্রম করে যারা ক্যামেরার পিছন থেকে দর্শকদের বিনোদনের রসদ জোগান, তাঁদের জন্য টাকা তুলতে এবার তৈরি হচ্ছে একটি শর্ট ফিল্ম।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও পরাণ বন্দ্যোপাধ্যায়। দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রূক্মিণী মৈত্র এবং নুসরত জাহানকেও। ছবির গানও লিখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গীতিকার কবীর সুমন। চিত্রনাট্য লিখেছেন, পদ্মনাভ দাশগুপ্ত এবং অরিন্দম শীল। ছবিতে মিউজিক দিয়েছেন বিক্রম ঘোষ।

No comments