Header Ads

করোনা মোকাবিলায় রাজ্যে সরকারের পাশে বামেরা!

নজরবন্দি ব্যুরো: ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। লকডাউনের মধ্যে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে বেশ চিন্তিত স্বাস্থ্য দফতর। গত ২৪ ঘণ্টায় ৭০৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং ২৮ জন মারা গেছেন। অন্যদিকে কেন্দ্রের জয়েন্ট স্বরাষ্ট্র সচিব পুনিয়া সলিয়া শ্রীবাস্তব জানিয়েছেন তবলিগি জামাতে অংশগ্রহণকারী এবং তাঁদের সংসর্গে থাকা ২৫০০০ মানুষ কে ইতিমধ্যেই কোয়ারেন্টাইন করা হয়েছে। পাশাপাশি হরিয়ানার ৫ টি গ্রাম কে সিল করে দেওয়া হয়েছে। এই করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। এখানেও  বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

এইরকম পরিস্থিতিতে করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যের বাম প্রতিনিধিরা সরকারের পাশে থাকার বার্তা দিলেন। পূর্ব নির্ধারিত সূচি মেনে মঙ্গলবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে ১০ জনের প্রতিনিধি দল দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই বৈঠকে ইতিবাচক আলোচনা হয় বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বামপন্থীরা বেশ কয়েকটি দাবি পেশ করেন মুখ্যমন্ত্রীর কাছে। এই বৈঠকে বিমান বসু ছাড়াও ছিলেন সূর্যকান্ত মিশ্র।

মঙ্গলবার নবান্নে বাম প্রতিনিধি দলকে নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন পর এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ছিলেন সিপিআই(এম) এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় প্রমুখ। আর রাজ্য সরকারের পক্ষে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মুখ্যসচিব রাজীব সিনহা, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
করোনা মোকাবিলায় রাজ্য সরকারকে সাহায্যের বার্তা দেন বিমান বাবু। বামেদের তরফে এই বৈঠকে জানানো হয়, হ্যান্ড স্যানিটাইজার, মাস্কের ঘাটতি রয়েছে। এর পাশাপাশি বাড়ছে জিনিসপত্রের দাম। মূল্যবৃদ্ধির বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি তুলে বাম প্রতিনিধিরা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তাঁদের যদি কোনও সহায়তার দরকার হয়, তারা সবরকম সাহায্য করতে রাজি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.