করোনা এফেক্ট; এবার পরীক্ষা ছাড়াই পাশ অষ্টম শ্রেণি পর্যন্ত
নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্ক ক্রমশ বাড়ছে গোটা দেশজুড়ে। এই সংকট কবে যে কাটবে তা এখনি বলা সম্ভব নয়। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যে ভারতে প্রায় ২০০০ জনের আক্রান্ত হবার খবর পাওয়া গিয়েছে।
এবার এই সংকটের প্রভাব পড়ল শিক্ষা ব্যবস্থায়ও। দেশজুড়ে করোনা পরিস্থিতির মধ্যেই স্কুলগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করল সিবিএসই। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পরের ক্লাসে পাশ করিয়ে দেওয়ার নির্দেশ জারি করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এমন খবর জানিয়েছে সিবিএসই। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, 'প্রথম থেকে অষ্টম শ্রেণির সব পড়ুয়াকে পরের শ্রেণি বা গ্রেডে উত্তীর্ণ করে দেওয়া হবে।
এনসিইআরটির সঙ্গে আলোচনা করে তবেই এই নির্দেশিকা জারি করা হচ্ছে।' বুধবার টুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী ডঃ রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দশম ও দ্বাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা নেওয়া হবে ২৯টি প্রধান সাবজেক্ট বা বিষয়ের উপর ভিত্তি করে। উচ্চশিক্ষার সুযোগ পেতে গেলে সাধারণত এই বিষয়গুলির নম্বরকেই গুরুত্ব দেওয়া হয়। তাই ওই ২৯টি বিষয়ের উপরেই পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়গুলির জন্য বোর্ড পরীক্ষা নেওয়া হবে না। সেক্ষেত্রে বাকি বিষয়গুলি নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সে ব্যাপারে শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানান হবে।
এবার এই সংকটের প্রভাব পড়ল শিক্ষা ব্যবস্থায়ও। দেশজুড়ে করোনা পরিস্থিতির মধ্যেই স্কুলগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করল সিবিএসই। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পরের ক্লাসে পাশ করিয়ে দেওয়ার নির্দেশ জারি করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এমন খবর জানিয়েছে সিবিএসই। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, 'প্রথম থেকে অষ্টম শ্রেণির সব পড়ুয়াকে পরের শ্রেণি বা গ্রেডে উত্তীর্ণ করে দেওয়া হবে।

No comments