Header Ads

লন্ডন থেকে ফিরে তিনি ও পরিবারের সবাই সেলফ আইসোলেশনে যান।জানালেন জুহি

নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন।সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি সবাই ঘরবন্দি। লাফিয়ে লাফিয়ে বারছে করোনায় আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে বলিউডের অভিনেত্রী জুহি চাওলা বললেন যে তিনি কি ভাবে ২০ মার্চ আটকে পরেছিলেন লন্ডনে। কি ভাবে নিজের পরিবার কে নিয়ে ফিরেছিলেন তিনি।জুহি জানান, পরিবারের সাথে অস্ট্রেলিয়া ঘুরতে গিয়েছিলেন তিনি।সেই সময়ে গোটা বিশ্বে শুরু হয় করোনা নিয়ে আতঙ্ক।
আমার তখনই আমাদের ট্রিপটি বাতিল করি।অস্ট্রেলিয়া থেকে তাড়াতাড়ি ফিরে আসি লন্ডনে।লন্ডনে আমাদের একটি বাড়ি আছে।কিন্তু যখন জানতে পারি ভারত লকডাউন শুরু হয়ে গেছে তখন আর দেরি না করে মুম্বাই ফিরে আসি আমরা।লন্ডন থেকে ফিরে আসার বড় কারণ সেই সময়ে লন্ডনের অনেক মানুষ করোনায় আক্রান্ত। সেই সময়ে মুম্বাইতে ফিরে আসাটাই ঠিক মনে হয়েছিল।ফিরে এসেই অভিনেত্রী ও তার পরিবারের সদস্যরা সেলফ আইসোলেশনে যান।এরপর অভিনেত্রী জানান তিনি ও তার পরিবার এক্কেবারে সুস্থ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.