Header Ads

করোনায় কাঁপছে মার্কিন মূলক, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮৮৪ জনের

নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। মার্কিন মুলুকেও এই মারণ রোগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দু'লাখ। অব্যাহত মৃত্যু মিছিলও। এপর্যন্ত সে দেশে সর্বাধিক মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আমেরিকায় একদিনে ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন যুক্তারাষ্ট্রে এ পর্যন্ত ৫,১১৬ জনের মৃত্যু হয়েছে।আর এই ঘটনা ট্রাম্প প্রশাসনের রক্তচাপ বাড়িয়েছে।
 মার্কিন প্রশাসন আগেই আশঙ্কা প্রকাশ করেছিল, COVID-19-এর দাপটে আমেরিকায় মৃত্যু হতে পারে ১ লক্ষ থেকে ২ লক্ষ ৪০ হাজার পর্যন্ত। তাও, আমেরিকানরা যে সামাজিক দুরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা মেনে চললে। সামাজিক দুরত্ব না মানলে সংখ্যাটা আরও বেশি হতে পারে।এই মুহুর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাটা আমেরিকায় সব থেকে বেশি। সেখানে ২১৫,০৮১ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।আমেরিকার প্রেসিডেন্ট ইতিমধ্যেই বলেছেন, দেশের সামনে কঠিন সময় আসছে। আগামী ২ সপ্তাহ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে ইঙ্গিত করেছেন তিনি। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.