সারা ভারত জুড়ে চিনা পণ্য বর্জনের ডাক দিয়ে প্রচারে নামতে চলেছে আরএসএস-এর শাখা সংগঠন
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের উৎসস্থল চিন। আগেই এই দাবি জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু আমেরিকাই নয় বিশ্বের একাধিক দেশও সেই একই দাবি করেছিল। অন্যদিকে ভারতে করোনার র্যাপিড টেস্টের জন্য চিন থেকে আগত কিটগুলির অধিকাংশই ত্রুটিপূর্ণ। একদিনে চিনেই মারণ ভাইরাসের উৎসস্থল তারওপর আবার চিনের কিট ত্রুটিপূর্ণ, এবার দুটি বিষয়কে হাতিয়ার করে চিনকে বয়কটের ডাক দিল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের অর্থনৈতিক শাখা স্বদেশি জাগরণ মঞ্চ। রবিবার থেকেই সারা দেশজুড়ে এই সংগঠন চিনা বণ্য বর্জন করার জন্য প্রচারে নামবে।
যেহেতু চিন থেকে সারা বিশ্বে ছড়িয়েছে এই ভাইরাস আবার আমদের দেশে করোনার জন্য ত্রুটিপূর্ণ কিট পাঠিয়েছে তাই সারা ভারতেরই উচিত সব চিনা কিট বর্জন করা। এমনটা দাবি করে সারা ভারত স্বদেশি সংকল্প দিবস হিসাবে পালন করার ডাক দিয়েছে স্বদেশী জাগরণ মঞ্চ। সম্প্রতি সংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান স্বদেশী জাগরণ মঞ্চের জাতীয় আহ্বায়ক অশ্বিনী মহাজন। তিনি বলেন প্রত্যেক ভারতীয়দের উচিত সবধরনের চিনা পণ্য বর্জন করে ভারতীয় শিল্পের উপর জোর দেওয়া। চিনের এই ভাইরাসের জেরে অন্যান্য দেশের মত আমাদের দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলবে। লকডাউন পরবর্তী সময়ে দেশের স্বদেশী চেতনায় যাতে নতুন করে অর্থনীতি শক্তিশালী হয়।

No comments