Header Ads

বর্ষা কালে দেশে করোনা নিতে পারে মহামারীর রুপ, আশঙ্কা বিজ্ঞানীদের

নজরবন্দি ব্যুরোঃ গোটা দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ে লকডাউন চলছে। যদিও প্রত্যেকদিন নতুন করে হাজারের উপর আক্রান্ত হচ্ছে ভারতে। তবুও সংখ্যাটা নাকি সেরকম ভয়ের কিছু নয় বলে জানাচ্ছে কেন্দ্র। আপাতত ৩ মে পর্যন্ত জারি আছে লকডাউন। সংখ্যা ও আক্রান্তের হার দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তবে, এখানেই ভয় থেমে যাবে না। কিন্তু গ্রীষ্মের পরে বর্ষাতেও করোনা মহামারী ফিরে আসতে পারে ভারতে। এমনই আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, লকডাউন চলায় দেশে সংক্রমণের হার অনেকটাই নিয়ন্ত্রণে। লকডাউন উঠে যাওয়ার পরেও বিধিনিষেধ আরোপ করে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যাবে।
 কিন্তু জুলাই, অগস্ট মাসে অর্থাত্‍, বর্ষাকালে ফিরে আসতে পারে করোনার দাপট। বিজ্ঞানীদের ভয়, দেশে যতই বিধিনিষেধ থাকুক লকডাউন উঠে যাওয়ার পরে ধীরে ধীরে সামাজিক দূরত্ব রক্ষা কমে যেতে পারে। আর তাতেই নতুন করে মহামারীর আশঙ্কা।এই প্রসঙ্গে শিব নাদার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী প্রফেসর সমিত ভট্টাচার্য সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে জানান, 'মনে হচ্ছে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যার হার সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। এবার ধীরে ধীরে এই হারটা কমতে শুরু করবে। এইভাবে হয়ত কয়েক সপ্তাহ বা মাস চলবে। তবে করোনা সংক্রমণের প্রাদুর্ভাব ফের দেখা দিলে এই হার আবারও বৃদ্ধি পাবে। আর আসন্ন বর্ষাকাল অর্থাত্ জুলাইয়ের শেষ বা আগস্ট মাসে এই সেকেন্ড ওয়েভ আসতে পারে। তবে সেই সময় সোশ্যাল ডিস্টানসিং আমরা কতটা মেনে চলছি সেটার ওপর সব কিছু নির্ভর করবে।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.