'তুমিও অনেক ছোটাছুটি করছো। তোমাকেও সাবধানে থাকতে হবে।' মমতাকে বললেন আপ্লুত বিমান
নজরবন্দি ব্যুরোঃ ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। লকডাউনের মধ্যে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে বেশ চিন্তিত স্বাস্থ্য দফতর। গত ২৪ ঘণ্টায় ৭০৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং ২৮ জন মারা গেছেন। অন্যদিকে কেন্দ্রের জয়েন্ট স্বরাষ্ট্র সচিব পুনিয়া সলিয়া শ্রীবাস্তব জানিয়েছেন তবলিগি জামাতে অংশগ্রহণকারী এবং তাঁদের সংসর্গে থাকা ২৫০০০ মানুষ কে ইতিমধ্যেই কোয়ারেন্টাইন করা হয়েছে। পাশাপাশি হরিয়ানার ৫ টি গ্রাম কে সিল করে দেওয়া হয়েছে। এই করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। এখানেও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
এইরকম পরিস্থিতিতে করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যের বাম প্রতিনিধিরা সরকারের পাশে থাকার বার্তা দিলেন। পূর্ব নির্ধারিত সূচি মেনে মঙ্গলবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে ১০ জনের প্রতিনিধি দল দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই বৈঠকে ইতিবাচক আলোচনা হয় বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
বামপন্থীরা বেশ কয়েকটি দাবি পেশ করেন মুখ্যমন্ত্রীর কাছে। এই বৈঠকে বিমান বসু ছাড়াও ছিলেন সূর্যকান্ত মিশ্র।মঙ্গলবার নবান্নে বাম প্রতিনিধি দলকে নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন পর এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।এর আগের সাক্ষাতে চা ফিসফ্রাই বিতর্ক হয়েছিলো তাই এই সাক্ষাত নিয়ে কৌতূহল ছিল এবার বৈঠকেও কি জলযোগে ফিসফ্রাই দেওয়া হয়েছে। না, শুধুমাত্র কাগজের কাপে লাল চা-ই খেয়েছে বামফ্রন্টের প্রতিনিধি দল। তবে, এবারও বৈঠকে নতুন মাত্রা পেয়েছে, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যতা।
আশি ছুঁই ছুঁই বিমানবাবুকে কার্যত অভিভাবকের সুরে মুখ্যমন্ত্রী বলেন, 'বিমান দা, আপনি মাস্ক পরেন না কেন? বয়স হয়েছে আপনার। খুব সাবধানে থাকতে হবে আপনাকে।' মমতার এ কথা শুনে এক গাল হাসি দেন বিমান বসু। মমতা তাতেও সন্তুষ্ট নন। বলেন, 'আপনি খুব সাবধানে থাকুন। কোনও অসুবিধা হলে আমাকে জানাবেন।' রাজনীতিতে কনিষ্ঠ মমতাকে একটু আবেগঘন গলায় বিমানের উত্তর, 'তুমিও অনেক ছোটাছুটি করছো। তোমাকেও সাবধানে থাকতে হবে।'
আশি ছুঁই ছুঁই বিমানবাবুকে কার্যত অভিভাবকের সুরে মুখ্যমন্ত্রী বলেন, 'বিমান দা, আপনি মাস্ক পরেন না কেন? বয়স হয়েছে আপনার। খুব সাবধানে থাকতে হবে আপনাকে।' মমতার এ কথা শুনে এক গাল হাসি দেন বিমান বসু। মমতা তাতেও সন্তুষ্ট নন। বলেন, 'আপনি খুব সাবধানে থাকুন। কোনও অসুবিধা হলে আমাকে জানাবেন।' রাজনীতিতে কনিষ্ঠ মমতাকে একটু আবেগঘন গলায় বিমানের উত্তর, 'তুমিও অনেক ছোটাছুটি করছো। তোমাকেও সাবধানে থাকতে হবে।'

No comments