‘মুখ্যমন্ত্রীকে নিয়ে আমি যথেষ্ট চিন্তিত, উনি আমার মায়ের মতো’ বললেন অভিনেতা রুদ্রনীল
নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা সবাই প্রায় ঘরবন্দি। এই ঘরবন্দি অবস্থায় টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ কি করছেন জেনে নিন।নিজের টালিগঞ্জের ফ্ল্যাটের রুদ্রনীল একাই থাকে। সঙ্গে থাকেন একজন যিনি ঘরে দেখা শোনা করে। পরিবারের কেউ অবশ্য তার সাথে থাকে না। ঘরবন্দি অবস্থায় রুদ্রনীল লেখালেখি করে ও ছবি এঁকেই সময় কাটাচ্ছেন। পাশাপাশি বন্ধুদের সাথে আড্ডা ও চলছে জোর কদমে। পরমব্রত, যীশু, কাঞ্চনের সাথে চলছে আড্ডা। আড্ডার মূল বিষয় কিন্তু সারাদিন কি করছেন বাড়িতে সেই নিয়ে কথা।তবে রান্না-বান্না করতে বেশ পছন্দ করেন রুদ্রনীল।করোনা ত্রাণ তহবিলে রুদ্রনীল ঘোষ অনেকটা টাকা দিয়ে সাহায্য করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ছবিও আপলোড করেছেন। কিন্তু তার কথায় সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোডের কারণ হল অন্যদের মধ্যে ইন্সপিরেশনের তৈরি করা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে রুদ্রনীল ঘোষ বলেছেন, এক জনের কথা পশ্চিমবঙ্গের মানুষ শোনে এবং তাকে ভরসা ও করেন তিনি হলেন মুখ্যমন্ত্রী। আমি দেখেছি এই রকম পরিস্থিতিতে তিনি সকল মানুষের কাছে পৌঁছে গেছেন। তিনি মাক্স পড়েছিলেন কিন্তু আমার চিন্তা হয়। এই পরিস্থিতিতে এই বয়সে তার এই রকম ছোটাছুটি করা উচিত নয়। আমার চিন্তা হয় উনার জন্য কিন্তু আমি জানি ওনার মানসিক জোর প্রচুর।আমার মনে হয় ওনার দলের কমবয়সী ভরসা যোগ্য ব্যক্তিদের এই সময় ফ্রন্ট লাইনে দারকরানো দরকার। আমার মা হলেও আমি মানা করতাম।

No comments