মোমবাতির বদলে সিগারেট জ্বালিয়ে বিতর্কে রাম গোপাল ভার্মা
নজরবন্দি ব্যুরোঃ ৫ ই এপ্রিল রাত ৯ টার সময় ৯ মিনিটের জন্য সমস্ত বাড়ির আলো নিভিয়ে দিয়ে মোমবাতি জ্বালানোর আহ্বান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করেছেন বলিউডের প্রায় সকলেই। তবে তারই মধ্যে খ্যাতনামা পরিচালক রাম গোপাল ভার্মা এমন এক কাজ করেছেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালচনা শুরু হয়েছে। প্রদীপ কিংবা মোমবাতি নয় তিনি সেদিন রাতে জ্বালিয়েছিলেন সিগারেট। এই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।
এই ছবি আপলোডের পরই শুরু হয় বিতর্ক।পরিচালককে কাণ্ডজ্ঞানহীন বলে কটাক্ষ করতে থাকে নেটসেভিদের একাংশ। তবে তার এই ছবিকে অনেকে হাসির খোরাক হিসেবে বেছে নিয়েছে।তবে তাকে নিয়ে এই সমালচনা নতুন নয় কিছুদিন আগেও তাকে নিয়ে সমালচনার ঝড় ওঠে।তিনি সোশল মিডিয়া জানান তিনি কারোনায় আক্রান্ত। তারপরই তাকে নিয়ে সবাই চিন্তা করতে শুরু করে। তার কিছুক্ষণ পর তিনি জানান তিনি সবাইকে এপ্রিল ফুল করছিল। এই বলে তিনি ক্ষমাও চান কিন্তু এরপরই শুরু হয় তাকে নিয়ে সমালোচনা ও বিতর্ক।

No comments