Header Ads

অবশেষে জেল থেকে মুক্ত বিশ্ব ফুটবলের নয়নের মনি রোনাল্ডিনহো! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ ভুয়ো পাসপোর্ট রাখার অভিযোগে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার সদা হাস্যমুখ রোনাল্ডিনহোকে জেলবন্দি করে রেখেছিল প্যারাগুয়ে সরকার। ব্রাজিলের সাওপাওলো থেকে প্যারাগুয়ের বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হয়েছিল রোনাল্ডিনহোকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল ভুয়ো পাশপোর্ট রাখার। জেলে যেতে ভীষণ আপত্তিকরেন তিনি, অনুরোধ করেন জেল নয় বাড়িতেই তাঁকে গৃহবন্দি করা হোক। কিন্তু শোনেনি প্যারাগুয়ে সরকার। পরে বার্সিলোনার সতীর্থ আর এক সুপারস্টার ফুটবলার মেসি প্রায় ৩৩ কোটি টাকা খরচ করে আইনিজীবীর দল পাঠান রোনাল্ডিনহো কে ছাড়াতে কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না।
অবশেষে বেশ কিছুদিন অপেক্ষার পর তাঁকে জেল থেকে মুক্তি দিল প্যারাগুয়ের আদালত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.