Header Ads

কিছুটা সুস্থ; এখন শুধু অক্সিজেন সাপোর্টে বরিস জনসন।

নজরবন্দি ব্যুরোঃ সারা বিশ্ব জুড়ে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এই মুহুর্তে সবথেকে ক্ষতিগ্রস্ত আমেরিকা। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা, ১৩ লক্ষ ৯০ হাজার ১১ জন, মৃত্যু হয়েছে ৭৯,০৯১ জনের এবং সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৬৬৬ জন। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন গত কয়েকদিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উদবিঘ্ন ছিলেন তাঁর স্বাস্থ নিয়ে। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তিনি। কিন্তু বরিস জনসনের জ্বর কমছিল না বলে তাঁকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়।পরে তাঁর স্বাস্থ ক্রমশ খারাপ হতে থাকে। শ্বাস নিতে যথেষ্ট কষ্ট হচ্ছিল তাঁর। দ্রুত অবনতির কারনে তাঁকে আগে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অর্থাৎ আইসিইউ তে স্থানান্তরিত করা হয়। আজ ব্রিটেনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখার প্রয়োজন হচ্ছে না। এখন শুধুমাত্র অক্সিজেন সাপর্টে রয়েছেন তিনি। তাঁর স্বাস্থের জন্যে উদবিঘ্ন সারা বিশ্ব।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.