Header Ads

ঘরোয়া ক্রিকেটারদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত সৌরভ গাঙ্গুলির।

নজরবন্দি ব্যুরোঃ করোনা আতঙ্কে বিশ্বের প্রায় সব খেলা হয় বাতিল আর না হলে পিছিয়ে দেওয়া হয়েছে। এখন বিশ্বের প্রায় সব মানুষ গৃহবন্দি। পরিস্তিতি কবে ঠিক হবে তা এখনি বলা যাচ্ছে না।এমত অবস্থায় এক বড় সিদ্ধান্ত নিলেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। এবার তিনি ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়াতে চলেছেন বলে বিশ্বস্ত সূত্রের খবর।
আর এই বেতন বেড়ে হতে পারে বছরে ৫০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত, যা আগাএর থেকে প্রায় ২০০% বেশি।আইপিএলের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের আর্থিক বৈষম্য কমাতেই এই বেতন বাড়ানো বলে মনে করা হচ্ছে। সূত্রের আরও খবর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। এখন সরকারি ঘোষণার অপেক্ষায়। করোনার জেরে বোর্ডের কাজকর্ম এখন বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যকরী কমিটির বৈঠক ডেকে সরকারিভাবে ঘোষণা করা হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.