করোনা নিয়ে চিনের তাঁবেদারি করছে ‘হু’, আর্থিক সাহায্য বন্ধের হুমকি ট্রাম্পের
নজরবন্দি ব্যুরোঃ করোনায় কাঁপছে বিশ্ব। একই অবস্থা মার্কিন মুলুকেরও। শেষ ২৪ ঘন্টায় সেখানে করোনার মারণ কামড়ে মৃত্যু হয়েছে প্রায় ২০০০ জনের। মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১২ হাজার।এই রকম অবস্থায় এবার চিনকই দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থাও চিনের পক্ষ নিয়ে তথ্য গোপন করেছে বলে অভিযোগ করেছেন তিনি। চিনকে আড়াল করার সবরকম চেষ্টা করেছে হু। এমনই অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এমন কি এই পরিস্থিতিতে WHO-কেও কাঠগড়ায় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি WHO-কে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ারো হুঁশিয়ারি দেন।মঙ্গলবার এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আমার মনে হয় ওঁরা অনেকটা চিনের দিকে ঝুঁকে আছে। চিনের প্রতি পক্ষপাতিত্ব করছে। এটা ঠিক নয়। আমরা ওদের আর্থিক সাহায্য দেওয়া নিয়ে গুরুত্ব দিয়ে ভাবছি। আমি বলছি না যে, এখনই পুরোপুরি বন্ধ করে দেব সাহায্য দেওয়া। তবে, ওদের সাহায্য দেওয়া কীভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে ভাবনা শুরু করছি।'
এমন কি এই পরিস্থিতিতে WHO-কেও কাঠগড়ায় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি WHO-কে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ারো হুঁশিয়ারি দেন।মঙ্গলবার এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আমার মনে হয় ওঁরা অনেকটা চিনের দিকে ঝুঁকে আছে। চিনের প্রতি পক্ষপাতিত্ব করছে। এটা ঠিক নয়। আমরা ওদের আর্থিক সাহায্য দেওয়া নিয়ে গুরুত্ব দিয়ে ভাবছি। আমি বলছি না যে, এখনই পুরোপুরি বন্ধ করে দেব সাহায্য দেওয়া। তবে, ওদের সাহায্য দেওয়া কীভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে ভাবনা শুরু করছি।'

No comments