Header Ads

বড় সাফল্য গবেষকদের! ভারতে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের ট্রায়াল, অক্টোবরেই বাজারে আসার সম্ভাবনা

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল করোনা ভাইরাস রুখতে একমাত্র উপায় প্রতিষেধক আবিষ্কার। বিশ্বের প্রায় সব দেশের বিজ্ঞানীরাই নাওয়া খাওয়া ভুলে সময় কাটাচ্ছেন ল্যাবে। লক্ষ্য একটাই যে-কোনো উপায়েই করোনার প্রতিষেধক আবিষ্কার। বিশ্বের তাবড় তাবড় দেশের মত ভারতীয় বেশ কয়েকটি সংস্থাও প্রতিষেধক তৈরির জন্য চেষ্টা চালাচ্ছে। এরমধ্যে আশার আলো নিয়ে এল পুনার সেরাম ইনস্টিটিউট। ইতিমধ্যেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন সফলভাবে শুরু হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর নভেম্বর মাসের মধ্যে সেই ভ্যাকসিন বাজারে আসতে পারে বলে আশাবাদী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সেই পরিস্থিতিতে পিছিয়ে নেই ভারতের সেরাম ইনস্টিটিউটও।
 আমাদের দেশেও করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চলেছে সেরাম ইনস্টিটিউট। এই ট্রায়াল ভারতে সফল হলে দ্রুত বাজারে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছে এই ভরতীয় সংস্থাটি। প্রসঙ্গত, পাঁচটি প্রজেক্ট বিশ্বের বিভিন্ন জায়গায় মারণ ভাইরাস করোনার ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে। গত বৃহস্পতিবারই করোনার নয়া টিকা ব্রিটিনের দুজনের শরীরে ট্রায়ালের জন্য প্রস্তুত করা হয়েছে। শুধু এই দু জনই নয় আসতে আসতে ৮০০ জনের শরীরে ভ্যাক্সিন প্রয়োগ করে ট্রায়াল চলবে। এদের মধ্যে ৪০০ জনের দেহে করোনার ভ্যাকসিন ও অন্য ৪০০ জনের দেহে মেনিনজাইটিস প্রতিরোধী ভ্যাকসিন প্রয়োগ করে ট্রায়াল চলবে।
 অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে চলা এই ভ্যাকসিন প্রজক্টের সঙ্গে রয়েছে বিশ্বের সাতটি সেরা ইন্সটিটিউট। এদের মধ্যে রয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। ভারতীয় এই ইনস্টিটিউটের গবেষকদের দাবি দু সপ্তাহের মধ্যেই ভারতে এই ভ্যাকসিন তৈরির কাজ শুরু হবে। আগামী এক মাসের মধ্যে ৫০ হাজার ভ্যাকসিন তৈরির লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে। দ্রুত ভারতেও ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছে সেরাম ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠান ছাড়াও দেশের আরও ৫টি সংস্থাকে ভ্যাকসিন তৈরির অনুমতি দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.