নিজে চিত্রনাট্য লিখে তিনটি চরিত্রে অভিনয় করে অভিনেত্রী কনীনিকা বানিয়ে ফেললেন একটি শর্ট ফিল্ম,দেখে নিন ছবিটি
নজরবন্দি ব্যুরোঃ লকডাউডের মাঝে নিজের বাড়িতে বসে একটি শর্ট ফিল্ম তৈরি করে ফেললেন টলিউডের অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।ছবিটিরর নাম হাত। বাড়ির সমস্ত কাজ মিটিয়ে নিজে চিত্রনাট্য লিখে তিনটি চরিত্রে অভিনয় করে বানিয়ে ফেললেন এই শর্ট ফিল্মটি কনীনিকা।গতকালই মুক্তি পেয়েছে কনীনিকা সেই ছবি।কনীনিকা বলেন, কবে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানি। বাড়িতে বসে আছি সুরজিৎ ও বলছিল কিছু করো। হঠাৎ করেই হাত এর গল্পটা মাথায় এলো আর লিখে ফেললাম।মাত্র ৩ ঘণ্টায় পুরো ছবিটির শুটিং শেষ করেছেন তিনি। একদিন নিজের ছোট্ট মেয়ে কিয়াকে ঘুম পাড়িয়ে ছবির তিন ঘণ্টায় ছবির শুটিং শেষ করেন তিনি।
কনীনিকার কথায় তিনি খুব তাড়াতাড়ি কাজ করতে পারেন। তিন ঘন্টার মধ্যে চেঞ্জ করে মেকআপ করে তিনটে চরিত্র করতে হয়েছে।তিনটি চরিত্র রয়েছে শাশুড়ি বৌমা ও বাড়ির পরিচালিকা আর এই তিনটি চরিত্রে কনীনিকা অভিনয় করেছেন।পুরো ছবিটির শুটিং তার স্বামী সুরজিৎ হরি নিজের হাতে করেছেন।সম্পাদনা ও আবহের কাজ করেছেন কৃষ্ণেন্দু দত্ত।কনীনিকার কথায় বাংলা বিগ বসের কথা মনে পড়ে যাচ্ছিল। ওইখানে আমরা প্রচুর নৃত্যনাট্য ও নাটক করছি।তবে এখনো আরো দুটো শর্ট ফিল্ম তৈরি করার কথা ভাবছেন অভিনেত্রী চিত্রনাট্য লেখা হয়ে গেছে শুধু শুটিং এর অপেক্ষা। হাত ছবিটি দেখে নিন নিচের লিংকে ক্লিক করে।

No comments