Header Ads

সলমনের বাগান বাড়িতেই রয়েছেন সলমনের বান্ধবী লুলিয়া,দেখে নিন ভিডিও

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের মধ্যে পানভেলের বাগান বাড়িতে রয়েছেন সলমন খান ও তার পরিবার।তবে সেই বাগান বাড়িতে সলমনের সাথে রয়েছেন তার বন্ধবী লুলিয়া ভান্তুর।সলমনের সাথে তিনি ওই বাগান বাড়িতে গ্রামীণ জীবনযাপন উপভোগ করছেন লুলিয়া।পানভেলের সংলগ্ন একটি পুকুরে মাছ ধরছেন সেখানকার স্থানীয় লোকজনরা।সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন লুলিয়া।এ ভিডিও আপলোড করে ক্যাপশনে লুলিয়া লিখেন,লকডাউনের মাঝে ও কিছু মানুষের খাবার জোগানের জন্য কাজ করেই চলেছেন।
এই পুকুরে মাছ চাষ করা হয়।আর কিছু স্থানীয় বাসিন্দা মাছ ধরছেন।আমি সাক্ষী হলাম মাছ চাষের।এর আগেও লুলিয়া কে দেখা গেছে সলমনের পনভেলের বাড়ি থেকে ছবি ও ভিডিও আপলোড করতে।সেই ছবি ও ভিডিওতে দেখক গেল কখনও লুলিয়া কে বাগান বাড়ি ঘুরতে আবার কখনও দেখা গেছে সলমনের ঘোড়ায় চড়তে।আবার কখনও দেখা গেছে তাকে ঘাসের মধ্যে শুয়ে থাকতে।তবে এই প্রথম নয় এর আগেও সলমনের বাগান বাড়ি বহুবার গেছেন লুলিয়া।কখনও সলমনের সাথে একান্তে সময় কাটাতে।শুধু তার বাগান বাড়িতে নয়।তার বাড়ির বিভিন্ন অনুষ্ঠানেও আমন্ত্রিত থাকেন লুলিয়া।
https://www.instagram.com/p/B_U4cUmFROv/

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.