বিএড প্রশিক্ষণ থাকলে প্রার্থীরা কি টেট পরীক্ষাতে বসতে পারবেন? কি বললেন পর্ষদ সভাপতি
নজরবন্দি ব্যুরো: অবশেষে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলছে সরকার। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড ২০১৭ সালে প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল দ্রুত খোলা হবে তার রেজিস্ট্রেশন পোর্টাল।
উচ্চমাধ্যমিকে অন্তত ৫০ শতাংশ নম্বর ও দু-বছরের ডিএলএড প্রশিক্ষণ থাকা চাকরি প্রার্থীরাই এ রাজ্যে প্রাথমিকের পরীক্ষায় বসতে পারবেন বলে জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষামন্ত্রী আরও বলেছিলেন, কেবলমাত্র বিএড প্রশিক্ষণ নিয়ে প্রাথমিকে শিক্ষকতা করা যাবে না। পরীক্ষার্থীদের ডিএড থাকতে হবে। কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিলেও নিয়ম মানা হবে না।
যদিও এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন, বিএড প্রশিক্ষণ থাকলেও প্রাথমিকের টেট-এ বসা যাবে না। আসন্ন প্রাইমারিতে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষাতে বিএড ডিগ্রিকে মান্যতা দিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসে ডেপুটেশন দিতে চাইছেন বিএড করা পরীক্ষার্থীরা। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেরও ডাক দিতে পারেন বলেও জানা গিয়েছে।
উচ্চমাধ্যমিকে অন্তত ৫০ শতাংশ নম্বর ও দু-বছরের ডিএলএড প্রশিক্ষণ থাকা চাকরি প্রার্থীরাই এ রাজ্যে প্রাথমিকের পরীক্ষায় বসতে পারবেন বলে জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষামন্ত্রী আরও বলেছিলেন, কেবলমাত্র বিএড প্রশিক্ষণ নিয়ে প্রাথমিকে শিক্ষকতা করা যাবে না। পরীক্ষার্থীদের ডিএড থাকতে হবে। কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিলেও নিয়ম মানা হবে না।

No comments