ট্রেলারেই ধামাকা দিল রোহিত শেঠির ‘সূর্যবংশী’। দেখুন ট্রেলার ভাল লাগবে আপনারও
নজরবন্দি ব্যুরোঃ সোমবার মুক্তি পেল পরিচালক রোহিত শেঠির পরবর্তী ছবি ‘সূর্যবংশী’। সূর্যবংশীতে এবার মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে। এছারাও আছেন অজয় দেবগণ ও রণবীর সিং।
সবকিছু মিলিয়ে সূর্যবংশী মুক্তি পাওয়ার পর যে ধামাকা শুরু হবে, ট্রেলার মুক্তি পাওয়ার পর ভাল ভাবে বোঝা যাচ্ছে। এই তিন নায়কের পাশে আছেন ক্যাটরিনা কাইফ। আর ছবির আর এক আকর্ষণ ভিলেনের চরিত্রে আছেন জ্যাকি শ্রফ। দেখুন ট্রেলার।

No comments