Header Ads

আবারও ফাঁসির রায়ে স্থগিতাদেশ জারি করলো দিল্লির পাটিয়ালা কোর্ট।

নজরবন্দি ব্যুরো : আবারো ফাঁসি পিছোচ্ছে ৪ অভিযুক্তের। ৩ মার্চ যে ফাঁসির ঘোষণা করেছিল দিল্লির পাটিয়ালা কোর্ট ,সোমবার সেই রায়ে স্থগিতাদেশ জারি করেছে।দিল্লির পাটিয়ালা কোর্ট প্রাথমিক ভাবে ফাঁসি পিছোনোর আর্জি খারিজ করে.এই নিয়ে শুনানি চলচিলজ নির্ধারিত দিনে অর্থাৎ ৩ মার্চ ফাঁসি হোক।
 কিন্তু তা নিয়ে ধোঁয়াসাও ছিল। কারণ সোমবার সকালে পবন গুপ্ত রায় সংশোধনের আর্জি ফিরিয়েছে শীর্ষ আদালত। তারপরে পবন গুপ্ত রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার আর্জি জানিয়েছিল ,আইন অনুযায়ী রাষ্ট্রপতি ফেরালেও সেই রায় নিয়ে আইনি পদক্ষেপ নিতে পারে পবন।
পবন ও অক্ষয় দুজনের কাছে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। তবে মুখেশ ও বিনয় সব রকম পদক্ষেপ ব্যবহার করে ফেলেছে। আইনজীবীদের ধারণা প্রাণ বাঁচাতে কোনো আইনি পথ ছাড়তে চায়না পবনরা। আইনের ফাঁকফোকরের কারণে বার বার ফাঁসি পিছোচ্ছে নির্ভয়ার ধর্ষকদের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.