Header Ads

বাংলায় এবার 'কামান দাগা'র পরামর্শ; বিতর্কে বিজেপি নেতা সায়ন্তন বসু

নজরবন্দি ব্যুরো: 'দেশ কে গদ্দারো কো গোলি মারো' স্লোগান নিয়ে বিতর্ক ছড়িয়েছে রাজনৈতিক মহলে। যদিও এই স্লোগানে কোনও ভুল খুঁজে পাচ্ছেন না বিজেপি নেতা সায়ন্তন বসু।
এই স্লোগানে কোনও অন্যায় দেখতে পাচ্ছেন না তিনি। তিনি এই স্লোগানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। এর পাশাপাশি, এক ধাপ এগিয়ে তাঁর দাবি, "গোলিতে কাজ না হলে গদ্দারদের বিরুদ্ধে কামান দাগাও।' এর পরে সায়ন্তন বসুর স্পষ্ট বক্তব্য, ধৃত বিজেপি কর্মীদের পাশে আছে দল। বিজেপি কর্মীদের গ্রেফতারের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়েন নি তিনি। সায়ন্তন বসুর সাফ হুঁশিয়ারি,
"যে পুলিশ অফিসারদের নেতৃত্বে গ্রেফতার করা হয়েছে, বিজেপি সরকারে এসে তাঁদের দেখে নেবে।" একইসঙ্গে এই গ্রেফতারির বিরুদ্ধে বিজেপি উচ্চ আদালতে যাবে বলেও জানিয়েছেন সায়ন্তন।
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, রবিবার শহিদ মিনারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় 'গোলি মারো' স্লোগানে উত্তেজনা ছড়ায় ধর্মতলা চত্বরে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় ৩ জনকে। তারপরই পুলিশ সুরেন্দ্র কুমার তিওয়ারি, ধ্রুব বসু ও পঙ্কজ প্রসাদ নামে ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.