Header Ads

গুরুতর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ লরি মালিকরা

নজরবন্দি ব্যুরো: এবার কোটি টাকা তোলাবাজির অভিযোগ শাসক দলের দুই নেতার বিরুদ্ধে। মালদার মহদিপুর স্থলবন্দরের লরি মালিকরা এই নিয়ে গুরুতর অভিযোগ আনলেন।
অভিযোগ, দলের প্রভাব খাটিয়েই দীর্ঘ দিন তোলাবাজি চালাচ্ছে তৃণমূলের দুই নেতা। লরি মালিকদের অভিযোগকে ইস্যু করেই মুখ্যমন্ত্রীর মালদা সফরের আগে সুর চড়িয়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল গুলি।
মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর। ওই এলাকার লরি মালিকদের অভিযোগ, নিজেদের রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে,আবার কখনও ভয় দেখিয়ে এলাকাজুড়ে তোলাবাজি চালাচ্ছে দুই তৃণমূল নেতা।
ওই দুন নেতা হলেন প্রসূন ঘোষ ও চন্দন ঘোষ। আরও অভিযোগ, ওই দুই নেতাই প্রভাবশালী বিধায়ক ঘনিষ্ঠ। সুবিচারের দাবিতে এবার মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবার প্রস্তুতি নিচ্ছেন লরি মালিকরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.