বানচাল নাশকতার ছক, কাশ্মীরে সেনার জালে চার জঙ্গি
নজরবন্দি ব্যুরোঃ উপত্যকায় নাশকতার ছক এঁটে জড় হয়েছিল বেশকিছু জঙ্গি। জম্মু-কাশ্মীরের বুদগাম এলাকা থেকে তাদের হাতেনাতে ধরে ফেলে নিরাপত্তারক্ষীরা। ধৃত চার জঙ্গিই গাজওয়াতুল হিন্দ জঙ্গি সংগঠনের সদস্য। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। তাদেরকে দফায় দফায় জেরা করে একাধিক বিষয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।
সূত্রের খবর, গোপনে সেনাবাহিনী কাছে খবর আসে যার জঙ্গী বুদগাম এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে। নাশকতার ছক এঁটে তারা গোটা এলাকায় জিহাদী সন্ত্রাসী কার্যকলাপ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল। গোপনে খবর পাওয়ার পরই সেনা বাহিনী ও স্থানীয় পুলিশ। প্রথমেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। এরপর ওই জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেন সেনা ও পুলিশ।
এরপর ওই চার জঙ্গিকে হাতেনাতে ধরে ফেলেন সেনা ও পুলিশ কর্মীরা। মৃতদের মধ্যে দুজনের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে বলে তদন্তে জানতে পেরেছেন আধিকারিকরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ভিতরে এলাকায় কাদের সঙ্গে যোগাযোগ রেখে নাশকতার ছক আঁটছিল তা জানার চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে এত বিপুল আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কোথা থেকে তারা আমদানি করেছে তাও তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশি জেরায় ওই চার জঙ্গি স্বীকার করে নিয়েছে যে তারা প্রত্যেকেই আনসারুল গাজওয়াতুল হিন্দু জঙ্গি সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত।
সূত্রের খবর, গোপনে সেনাবাহিনী কাছে খবর আসে যার জঙ্গী বুদগাম এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে। নাশকতার ছক এঁটে তারা গোটা এলাকায় জিহাদী সন্ত্রাসী কার্যকলাপ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল। গোপনে খবর পাওয়ার পরই সেনা বাহিনী ও স্থানীয় পুলিশ। প্রথমেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। এরপর ওই জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেন সেনা ও পুলিশ।

No comments