গিটার হাতে হিরোদের মত পোজে সৌরভ, মুহূর্তে ভাইরাল সেই ছবি
নজরবন্দি ব্যুরোঃ একদা ভারতীয় ক্রিকেট দলের ভার কাঁধে ছিল সৌরভ গাঙ্গুলির। এখন তিনি খোদ ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। দক্ষ হাতে কাজ চালানোর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সম্পূর্ণ রঙিন এক মানুষ বাংলার মহারাজ। শুধু ক্রীড়া দুনিয়াই নয় ননফিকশন টিভি শোতেও উপস্থাপকের ভূমিকায় তাঁর দক্ষতায় মুগ্ধ হয়েছেন অগণিত ফ্যানেরা। শুধু বাংলায় নয় সারা ভারত জুড়ে তাঁর বহু ভক্ত-ফ্যান রয়েছে। সামাজিক মাধ্যমেও তাঁর ফলোয়ার সংখ্যা হুহু করে বাড়বে এটাই স্বাভাবিক। ইনস্ট্রাগ্রামে বর্তমানে তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় দশ লক্ষ। আর কন ছবি দাদা পোস্ট করলেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সোমবার মহারাজ সৌরভ তাঁর ইনস্ট্রাগ্রামে একটি ছবি পোস্ট করেন।
আর এই ছবিটিও পোস্ট করার সঙ্গে সঙ্গে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু কি ছিল দাদার এই ছবিতে? আজ সকালে পোস্ট করা ছবিতে দেখা যায় ফর্ম্যাল পোশাকে গিটার হাতে গান গাওয়ার ভঙ্গিতে রয়েছেন সৌরভ। ছবির ট্যাগলাইনে লিখেছেন - A little bit of music is good in life। দাদার এই পোজ দেওয়া রঙিন ছবিটিও ভক্তদের মন জয় করে। তবে সোমবার সকালেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও হোয়াইট ওয়াশই সঙ্গী হয়েছে টিম ইন্ডিয়ার। আর সোমবারেই দাদা ছবি পোস্ট করায় অনেকেই বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। তাঁদের কথায় , ভারতীয় দল যখন হারছে তখন বোর্ডের প্রেসিডেন্ট হয়ে কিভাবে সৌরভ এহেন ছবি পোস্ট করলেন!
আর এই ছবিটিও পোস্ট করার সঙ্গে সঙ্গে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু কি ছিল দাদার এই ছবিতে? আজ সকালে পোস্ট করা ছবিতে দেখা যায় ফর্ম্যাল পোশাকে গিটার হাতে গান গাওয়ার ভঙ্গিতে রয়েছেন সৌরভ। ছবির ট্যাগলাইনে লিখেছেন - A little bit of music is good in life। দাদার এই পোজ দেওয়া রঙিন ছবিটিও ভক্তদের মন জয় করে। তবে সোমবার সকালেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও হোয়াইট ওয়াশই সঙ্গী হয়েছে টিম ইন্ডিয়ার। আর সোমবারেই দাদা ছবি পোস্ট করায় অনেকেই বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। তাঁদের কথায় , ভারতীয় দল যখন হারছে তখন বোর্ডের প্রেসিডেন্ট হয়ে কিভাবে সৌরভ এহেন ছবি পোস্ট করলেন!


No comments