Header Ads

করোনা রুখতে রাজ্যেই বানাতে হবে কিট, জারি করতে হবে ১৪৪ ধারা! প্লিজ মুখ্যমন্ত্রী।

অর্ক সানা, সম্পাদক(নজরবন্দি): করোনার দাপট বিশ্ব জুড়ে, ভুগছে ভারতও। চলছে দেশ জুড়ে লক ডাউন। সার্বিক ভাবে চেষ্টা চলছে কিভাবে করোনা কে রুখে দেওয়া যায়। বিশ্বজুড়ে ১৯৬ টা দেশে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৭৭ হাজারের বেশি মানুষ; মারা গেছেন প্রায় সাড়ে ২৬ হাজার। ভারতেও সংখ্যা বাড়ছে দ্রুতই, বাংলার ১৫ জন সহ এই মুহুর্তে ভারতের মোট আক্রান্ত ৮৮৭ জন অর্থাৎ সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে ভারতেও। আর এই সংক্রমনের গতি রোধ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে রাজ্য এবং কেন্দ্রের সরকারের।
কেন্দ্রের স্বাস্থমন্ত্রক আনন্দের না হলেও কিছুটা আশার আলো দেখিয়েছিল ২দিন আগে, কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগারওয়াল জানিয়েছিলেন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিক কিন্তু আশার কথা ভারতে এখন করোনা ভাইরাস কমিউনিটি ট্রান্সমিশন শুরু করেনি! অর্থাৎ এখন পর্যন্ত গোষ্ঠী সংক্রমনের খবর নেই ভারতে। তাই সামাজিক দূরত্ব বজায় রাখা খুব জরুরি।
হ্যাঁ একদমই ঠিক যে এখনও গোষ্ঠী সংক্রমনের খবর সামনে আসেনি কিন্তু চিন্তায় ফেলেছে আক্রান্ত হওয়ার ক্রমবর্ধমান সংখ্যা। যে গতিতে এগোচ্ছে তাতে আগামী ২ ঘন্টায় সংখ্যাটা হাজার পেরিয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু কিভাবে রোধ করা যাবে করোনার গতি?
রাজ্য এবং কেন্দ্র উভয়েই লক ডাউন ঘোষণা করলেও বেশ কিছু জায়গায় জন সচেতনতার অভাব দেখা যাচ্ছে। লক ডাউন থাকা সত্বেও অপ্রয়োজনীয় ভাবে বিভিন্ন জায়গায় জনগন কে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে গেলে কখনও পুলিশ কে দেওয়া হচ্ছে পালটা মার আবার কখনও পুলিশ একটু বাড়াবাড়িই করছে। কিন্তু এখন এইসব বিচার করার সময় নয়। এখন দরকার জনগনের স্বার্থে জনগন কে ঘরবন্দি করে রাখা।
ইউরোপ বা আমেরিকা প্রথম ২টো স্টেজে পাত্তা দেয়নি, লক ডাউন তৃতীয় স্টেজে ঘোষনা করলেও মানুষ বোঝেন নি; ফল যা হওয়ার তাই হয়েছে! হাজার হাজার মানুষের মৃত্যুমিছিল চলছে প্রথম বিশ্বের দেশগুলোতে। আমরা কিন্তু দেখেও দেখছি না, ভাবছি না করোনা ভাইরাস সারা বিশ্ব ভ্রমন করে পৌঁছে গেছে আমাদের দেশে, রাজ্যে; সুতরাং পাড়ায় বা ঘরে পৌঁছাতে বেশি সময় নেবে না।
মাননীয়া মুখ্যমন্ত্রীকে অনুরোধ রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি করে দিন; প্রয়োজন হলে সকাল থেকেই। কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রকের সাথে লড়াই করে রাজ্যে রাজ্যে কিট বানানোর অনুমতি আদায় করুন। নাহলে এই মহা বিপর্যয় রোখা যাবেনা। এই মুহুর্তে অত্যন্ত প্রয়োজন প্রচুর পরিমানে স্বাস্থ পরীক্ষা এবং মানুষকে ঘরেই কার্যত জেলবন্দি করে দেওয়া।  অনুগ্রহ করে একটু ভাববেন মুখ্যমন্ত্রী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.