একদিনে মৃত্যু ৯১৯ জনের, তবুও ডাক্তারদের মনোবল ফেরালেন ১০১ বছরের যুবক! #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ প্রতিদিন ইতালিতে মৃত্যু মিছিল দেখে আশা হারিয়ে ফেলছিল ইতালির প্রশাসন, মৃত্যু মিছিলে বেশিরভাগই ছিলেন ষাটোর্ধ। সেই ইটালির বুকে প্রানের সঞ্চার ঘটালেন এক ১০১ বছর বয়সী যুবক! ১৯১৯ সালে জন্মানো বৃদ্ধের শরীরে গত সপ্তাহে ধরা পড়েছিল কোভিড ১৯ এর জীবানু। প্রথমে বয়েসের কারনে চিকিৎসক রা ধরেই নিয়েছিলেন বৃদ্ধকে বাচানো খুবই মুশকিল হবে।
কিন্তু হাল ছাড়েননি তাঁরা। চিকিৎসকরা হাল না ছেড়ে বৃদ্ধকে চিকিৎসা করতে থাকেন। প্রথমদিকে বৃদ্ধ চিকিৎসায় সাড়া না দিলেও ছবিটা বদলে যায় ছবিটা। ধিরে ধিরে সুস্থ হতে থাকেন বৃদ্ধ। ১ সপ্তাহের মাথায় তাঁর পুনরায় টেস্ট করা হয়, দেখা যায় তাঁর শরীরে আর নেই করোনার জীবাণু। সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন ১০১ বছরের তরুন।
আর এই ঘটনায় বেশ খানিকটা অক্সিজেন পেয়েছেন ইতালির চিকিৎসক রা। প্রশাসনের তরফে বলা হয়েছে, "এই ঘটনায় আমরা পুরুজ্জীবিত, যদি ১০০ বছরের বেশি বয়স্ক মানুষ সুস্থ হতে পারেন তাহলে অন্যদের নিরাময় কেন সম্ভব নয়। আমাদের মনে আবার আত্মবিশ্বাস ফিরে এসেছে।"
উল্লেখ্য, ইতালিতে এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা ৮৬৮৯৮ জন যার মধ্যে মৃত্যু হয়েছে ৯১৩৪ জনের। উল্লেখ্য, গতকাল ইতালিতে মৃত্যু হয়েছে ৯১৯ জনের।
কিন্তু হাল ছাড়েননি তাঁরা। চিকিৎসকরা হাল না ছেড়ে বৃদ্ধকে চিকিৎসা করতে থাকেন। প্রথমদিকে বৃদ্ধ চিকিৎসায় সাড়া না দিলেও ছবিটা বদলে যায় ছবিটা। ধিরে ধিরে সুস্থ হতে থাকেন বৃদ্ধ। ১ সপ্তাহের মাথায় তাঁর পুনরায় টেস্ট করা হয়, দেখা যায় তাঁর শরীরে আর নেই করোনার জীবাণু। সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন ১০১ বছরের তরুন।
উল্লেখ্য, ইতালিতে এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা ৮৬৮৯৮ জন যার মধ্যে মৃত্যু হয়েছে ৯১৩৪ জনের। উল্লেখ্য, গতকাল ইতালিতে মৃত্যু হয়েছে ৯১৯ জনের।

No comments