Header Ads

ভয়ানক ব্যাপার; ডাক্তারের নির্দেশ অগ্রাহ্য করে যত্রতত্র ঘুরেছে তেহট্টের আক্রান্ত পরিবার!

নজরবন্দি ব্যুরোঃ ডাক্তার রা বলছিলেন বাচ্চা অর্থাৎ শিশুদের ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম কিন্তু সেই ধারনা ভুল প্রমান করে রাজ্যে  আক্রান্ত  দুই শিশু সহ ৫ জন। পাঁচ আক্রান্তের বয়েস ৯ মাস, ৬ বছর, ১১ বছর, ২৭ বছরের এক তরুণী এবং ৪৫ বছরের একজন।

এরা সবাই একই পরিবারের সদস্য। আজ বেলেঘাটা আইডি তে স্বাস্থ পরীক্ষা হয় ৬১ জনের তাঁর মধ্যে ৫৬ জনের রিপোর্ট নেগেটিভ এলেও এই ৫ জনের রিপোর্ট পজিটিভ।
 এবার পিলে চমকে দেওয়ার মতো খবর টি হল নদিয়ার তেহট্টে আক্রান্ত পরিবারের লোকজন কমবেশি সরকারি নির্দেশ কে তোয়াক্কা না করেই ঘুরে বেড়িয়েছেন যত্রতত্র! স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ১৬ মার্চ পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়েছিল ওই পরিবার সেখানেই এক যুবক লন্ডন থেকে ফিরে অংশ নিয়েছিলেন সেখানে। দিল্লিতে অনুষ্ঠানেরই পর অসুস্থ হয়ে পড়েন লন্ডন ফেরত ওই যুবক। তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর নমুনা পরীক্ষায় পাওয়া যায় করোনা ভাইরাস। এরপর পুরো পরিবারকে হোম আইসোলেটেড হওয়ার নির্দেশ দেয় দিল্লির স্বাস্থ্য দফতর।
কিন্তু সেই নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়ে গত ২০ মার্চ ট্রেনে চড়ে পুরো পরিবার ফেরে কলকাতায়। পরের দিন তেহট্টে গিয়ে যোগ দেন একটি স্থানীয় অনুষ্ঠানে। এরপর ২৩ শে মার্চ ৪৫ বছর বয়সী মহিলার উপসর্গ দেখা দেয়। চিকিৎসক দের সন্দেহ হতে রেফার করা হয় বেলেঘাটা আইডি তে। তারপর এই রেজাল্ট! এখন ভয়ের ব্যাপার হল এই পরিবারের সদস্যদের মাধ্যমে সংক্রমণ কতটা ছড়িয়েছে বা আদেও ছড়িয়েছে কিনা অথবা যাদের মধ্যে ছড়িয়েছে তাদের মাধ্যমে আবার কজন আক্রান্ত হতে পারেন! প্রশ্ন উঠছে পরিবারটির দায়িত্বজ্ঞান নিয়ে! তবে আশার কথা দেশে এখনো গোষ্ঠী সংক্রমন হয়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.