Header Ads

করোনার সাথে লড়তে রাজ্যবাসীকে ডায়েট চার্ট বানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যবাসীকে ডায়েট চার্ট বানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন খাবারের তালিকায় চারটে করে নিমপাতা রাখার উপদেশ দিলেন তিনি। রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা রাড়ছে। এখন পর্যন্ত ১৫ জন করোনা পজেটিভ রাজ্যে। শুরু থেকে করোনা মোকাবিলায় নানান পদক্ষেপ নিয়ে চলেছে রাজ্যসরকার। সংক্রমণ রুখতে রাজ্যকে লকডাউন করে দেওয়া হয়েছে। রাজ্যবাসীকে ঘরে থেকে সুস্থ থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সুস্থ থাকার জন্য নিজেও মেনে চলছেন ডায়েট চার্ট।
তিনি বলেছেন, এই মুহুর্তে সংক্রমণকে রুখতে যেমন ঘরে ঘাক্তে হবে সাথে নিজের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তুলতে হবে। তিনি সবার উদ্যেশ্যে বলেছেন, 'রোজ সকালে উষ্ণ গরম জলের সাথে পাতি লেবু খান, তাতে গলা ঠিক থাকবে। সাথে রোজ চারটে করে নিমপাতা এবং টকদই খান। সাথে হালকা খাবার। এই গুলো আপনাকে সুস্থ রাখবে। আমি নিজেও খাই। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের সাথে খাদ্যাভ্যাস পরিবর্তন করাটাও জরুরি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.