করোনা প্রতিরোধে মুখ্যুমন্ত্রীর এমার্জেন্সি রিলিফ ফান্ডে ২৫ লাখ অনুদান সবুজ-মেরুনের
নজরবন্দি ব্যুরোঃ করোনার প্রভাবে বিশ্বের সাথে ভারতেও ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমাদের রাজ্যেও চলছে লকডাউন। মানুষ ঘরবন্দি। করোনার হাত থেকে বাঁচতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক পদক্ষেপ নিয়েছেন। এগিয়ে এসেছে সমাজের বিভিন্ন মানুষ ও প্রতিষ্ঠান। এবার মুখ্যমন্ত্রীর আবেদনে সারা দিয়ে এগিয়ে এলো মোহনবাগান ক্লাব। এবার ক্লাবের পক্ষ থেকে ২০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত হল।
পাশাপাশি সবুজ-মেরুন কর্তাদের আশা, এরপর অন্যারন্যত ক্লাবও মুখ্যামন্ত্রীর এমার্জেন্সি রিলিফ ফান্ডে সাহায্যধ করে করোনা বিরোধী লড়াইয়ে পাশে থাকবেন। উল্লেখ্য সিএবি আগেই রাজ্যেকর আপত্কালীন ফাণ্ডে ২৫ লাখ দিয়েছে। আর শুধু সিএবি নয়, সিএবির ক্লাবগুলোও এবার লড়াইয়ে নেমে পড়েছে। শুক্রবার সিএবির অধীনস্থ দুই ক্লাব টালিগঞ্জ আর মোহনলাল ক্লাবের তরফ থেকে ফান্ডে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। সিসিবি পঞ্চাশ হাজার দেবে। ক্যা লকাটা ইউনিভার্সিটি দশ হাজার।

No comments