Header Ads

লজ্জা, এই বিপদে মাত্র ১ লাখ দিলেন ধোনি; সমালোচনার উত্তরে মিডিয়াকেই একহাত সাক্ষীর!

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস ফান্ডে মাত্র ১ লক্ষ টাকা দিলেন মহেন্দ্র সিং ধোনি। করোনা মোকাবিলায় পুণের একটি সংস্থার মাধ্যমে একশোটি দরিদ্র পরিবারকে ১৪ দিনের জন্য এক লাখ টাকা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷তাঁর এই টাকা অংক নিয়ে ট্রোল হতে হল তাঁকে।সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে ৮০০ কোটি টাকার মালিক মহেন্দ্র সিং ধোনি আর তিনি নাকি ত্রান তহবিলে দান করলেন মাত্র ১ লাখ টাকা।
এবার স্বামীর ওপরে ওঠা এসব অভিযোগের উত্তর দিলেন স্ত্রী সাক্ষী।সাক্ষী টুইট করে বলেন, এখন একটা সংবেদনশীল সময় এই সময় ভুলভাল খবর প্রচার করবেন না। তবে স্বামীটির কত টাকা দান করেছেন সেই নিয়ে কোন কথাই বলেননি সাক্ষী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.