বিভ্রান্ত হবেন না; ব্যাঙ্ক ইএমআই মকুব নয়, স্থগিত তিনমাস! রইল সব প্রশ্নের উত্তর৷
অরুনাভ সেন, নজরবন্দিঃ তিনমাসের জন্য সব ধরনের ব্যাঙ্ক লোনে ইএমআই স্থগিত।
খবরটা নিঃসন্দেহে সব স্তরের মানুষকে স্বস্তি দিয়েছে৷মধ্যবিত্ত,উচ্চমধ্যবিত্ত এমন কি নিন্ম মধ্যবিত্ত এই খবরে স্বস্তি পেয়েছেন৷তবে জনগনের অনেক প্রশ্নের উত্তর আমাদের ধোঁয়াশা তৈরি করেছে৷
সবার আগে আমরা জানব ঠিক কি ধরনের ঋণে ইএমআই স্থগিত করা হয়েছে৷কিছু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে যে বিষয়টি উঠে এসেছে সেই পরিস্কার তথ্যটি হল যে সব ঋণ নির্দিষ্ট মেয়াদের মধ্যে মাসিক কিস্তিতে শোধ করার কথা ছিল শুধুমাত্র সেই সব ঋণ এর আওতায় আসবে৷
আপনার কাছে নিশ্চয়ই এর পরের প্রশ্ন সেগুলি কি কি? বাড়ি-গাড়ি,শিক্ষার জন্য নেওয়া সব ঋনের ইএমআই তিন মাসের জন্য স্থগিত৷ সঙ্গে এটা জানবেন টিভি,ফ্রিজ,মোবাইল,ল্যাপটপ কমিউটারের মত ভোগ্যপণ্যের ঋণের ক্ষেত্রে একই নিয়ম কার্যকর হবে৷ এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই করেছেন আমরা চেষ্টা করছি সেটার উত্তর দেওয়ার৷ সমস্ত সরকারি ব্যাঙ্ক এবং বেসরকারি বানিজ্যিক ব্যাঙ্ককে এই সুযোগ দিতে হবে৷এর আওতা থেকে বাদ পড়বে না গ্রামীন কোঅপারেটিভ ব্যাঙ্কও৷ অনেকে জানতে চেয়েছেন ইএমআই দেওয়ার সময় হয়ে এসছে,তাহলে কি ব্যাঙ্কগুলি একাউন্ট থেকে টাকা কেটে নেবে?
উত্তর হল সব ব্যাঙ্কেরই নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে৷অর্থাৎ সংশ্লিষ্ট ব্যাঙ্ক যদি সিদ্ধান্ত পরে নেয় সেক্ষেত্রে আপনার একাউন্ট থেকে টাকা কাটা যাবে,আবার এমনও হতে পারে দ্রুত আরবিআইয়ের নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়ায় আপনার টাকা কাটা যাবে না৷
ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ঋন নিলে তিন মাসের জন্য ইএমআই লাগবে না,তবে শর্ত সেই একই,নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধযোগ্য ঋণের ক্ষেত্রে এই নিয়মাবলী কার্যকর হবে৷অনেকে প্রশ্ন তুলেছেন বকেয়ারর ক্ষেত্রে কি একই নিয়ম৷শুধু এটুকু জেনে নিন যেহেতু মেয়াদি ঋণ নয় সেইজন্য এই সুবিধা মিলবে না৷আরও একটি তথ্য তিনমাস ইএমআইয়ের সুদ-আসল কিছুই লাগবে না৷আমরা অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে এই প্রশ্নগুলির উত্তর জানতে পেরেছি সেগুলি আপনাদের জানালাম৷আশাকরি আপনাদের কাছে বিষয়টি আমরা পরিস্কার ভাবে উপস্থাপিত করতে পেরেছি৷আর একটি বিষয় স্পষ্ট করা দরকার অনেকে জানতে চেয়েছেন করোনার জন্য ব্যাঙ্ক ঋন কি একেবারে মুকুব? এমনটা মোটেও নয়,এমআই স্থগিত মাত্র তিনমাস৷
আপনার কাছে নিশ্চয়ই এর পরের প্রশ্ন সেগুলি কি কি? বাড়ি-গাড়ি,শিক্ষার জন্য নেওয়া সব ঋনের ইএমআই তিন মাসের জন্য স্থগিত৷ সঙ্গে এটা জানবেন টিভি,ফ্রিজ,মোবাইল,ল্যাপটপ কমিউটারের মত ভোগ্যপণ্যের ঋণের ক্ষেত্রে একই নিয়ম কার্যকর হবে৷ এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই করেছেন আমরা চেষ্টা করছি সেটার উত্তর দেওয়ার৷ সমস্ত সরকারি ব্যাঙ্ক এবং বেসরকারি বানিজ্যিক ব্যাঙ্ককে এই সুযোগ দিতে হবে৷এর আওতা থেকে বাদ পড়বে না গ্রামীন কোঅপারেটিভ ব্যাঙ্কও৷ অনেকে জানতে চেয়েছেন ইএমআই দেওয়ার সময় হয়ে এসছে,তাহলে কি ব্যাঙ্কগুলি একাউন্ট থেকে টাকা কেটে নেবে?

No comments