Header Ads

সঙ্কটের সময় ৩০ লক্ষ গরিব পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য বিজেপি।

নজরবন্দি ব্যুরোঃ সারা দেশে আপাতত ২১ দিনের লকডাউন চলছে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত দিনমজুর ও গরিব পরিবারকে খাদ্য জোগান দেওয়ার এই উদ্যোগ নিচ্ছে রাজ্য বিজেপি।বাংলায় ৩০ লক্ষ গরিব পরিবারের দু'বেলা-দু'মুঠো খাওয়ার দায়িত্ব নিচ্ছেন বিজেপির নেতা-কর্মীরা। দলের মধ্যে আর্থিকভাবে স্বচ্ছল নেতা-কর্মী থেকে শুরু করে সমর্থকদের কাছে এমনই আবেদন করা হয়েছে বঙ্গ বিজেপির তরফে।
রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর বক্তব্য, স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে কীভাবে আমরা এই কাজ করব তা ঠিক করা হচ্ছে। যে কোনও রকম সহায়তার জন্য আমাদের দলের কর্মীরা যে প্রস্তুত সেটা ডিএম, এসডিও ও বিডিওদের আমরা জানিয়েছি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.