Header Ads

'বড় লোকের বিটি লো’ লম্বা লম্বা চুল, এই গানে নাচতে দেখা গেল জ্যাকলিন কে

নজরবন্দি ব্যুরোঃ বড় লোকের বিটি লো,লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেঁন্দাফুল এই গানটা বেশ পরিচিত।তবে এই গানটি আবার ও দেখা গেল সোশ্যাল মিডিয়া।লিপ দিতে দেখা গেল জ্যাকলিন ফার্নান্ডেজকে।র্যাপার বাদশার সঙ্গে নতুন মিউজিক ভিডিয়ো তে দেখা গেল জ্যাকলিন কে।এই মিউজিক ভিডিয়োটির নাম গেন্দা ফুল। আটপৌরে লাল সাদা শাড়ি, বড় লাল টিপ, খোলা চুলে- এক্কেবারে বাঙালি নারী মত লাগছে জ্যাকলিন কে।কখনও ধুনুচি তো কখনও আলপনা এক্কেবারে বাঙালিয়ানায় ভরপুর এই ভিডিও। সাথে আছে বাদশার র্যাপ।এই গানটি গেয়েছেন পায়েল দেব।

এই গানে ব্যবহৃত হয়েছে বাংলা ও হিন্দি ভাষা।গানটির পরিচালনা করেছেন স্নেহা শেট্টি কোহলির।এই মিউজিক ভিডিওটি সোশ্যাল মিডিয়ার আপলোড হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। মানুষের খুব পছন্দ করেছে এই গানটি কে।বাদশা এই মিউজিক অ্যালবাম ভিডিওটি নিয়ে বলেছেন, গেন্দাফুল আমার একটি বিশেষ কাজ। দর্শকের উদ্দেশ্যে আমি এটা নতুন কিছু এনেছি। তবে এই মিউজিক ভিডিওটি মুক্তির সাথে সাথে মানুষ এতটা পছন্দ করবে তা আমি কখনই ভাবতে পারিনি।নিচের লিংকে ক্লিক করে দেখে নিন বাদশাহো জ্যাকলিনের গেন্দা ফুলেরমিউজিক ভিডিয়োটি





No comments

Theme images by lishenjun. Powered by Blogger.