Header Ads

ভারতীয় সেনাবাহিনীর সিদ্ধান্তের ফলেই করোনার প্রকোপ পড়েনি তাঁদের ওপর।

নজরবন্দি ব্যুরোঃ দেশের সর্বত্র করোনা হানা দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত করোনার প্রকপ পরেনি দেশের সেনা জাওয়ানদের অপরে। এই মহামারীকে রুখতে গোটা দেশকে লকডাউন করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান ধর্মস্থান, বিমানবন্দর, ট্রেন-বাস ইত্যাদি। এই সময় অত্যাবশকীয় উপাদান ছারা আর কিছুই মিলবেনা। কিন্তু এই রকম পরিস্থিতিতেও দেশের সেনাদের ছুতে পারেনি মারণ ভাইরাস। সেনারা কিন্তু তাদের দ্বায়িত্ব থেকে পিছু হটেননি। তাঁদের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের সুযোগও নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এমনটা সম্ভব হলো কি করে। কারণ এই মুহুর্তে কাশ্মীর থেকে কেরল সর্বত্রই করোনার প্রকপে অসহায় অবস্থা তৈরী হয়েছে। জানা যাচ্ছে, সেনাবাহিনী অনেক আগেই করোনা ভাইরাস নিয়ে সতর্ক হয়েছিলো। তাদের নেওয়া চারটি বড় সিদ্ধান্তের ফলেই এই মহামারী তাদের কাছে পৌঁছাতে পারেনি। অনেক আগে থেকেই লকডাউনের মতো সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী।
 চেকপোস্ট গুলি সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। বাইরে থেকে ভিতরে প্রবেশ এবং ভিতর থেকে বাইরে যাওয়ার অপর ছিল নিষেধাজ্ঞা। ফলতঃ সক্রমণ ছড়ানো ঠেকাতে পেরেছেন তারা। দুধ, সব্জির মতো অত্যাবশকীয় পন্য বাহিনীর সদস্যদের এবং আধিকারিকদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তাছাড়াও যারা মিলিটারি হাসপাতাল থেকে ওষুধ সংগ্রহ করতে আসতো, তাদের বলা হয়েছিল বাইরে থেকে ওষুধ নিয়ে বাইরেই বিল জমা করতে। এই বিষয়ে সেনা প্রধান মুকুন্দ নরভানে জানিয়েছেন, ভারতীয় সেনারা যে কোন পরিস্থিতিতে করোনার সাথে লড়তে প্রস্তুত। তাঁরা তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে দেবে। তাদের অপর করোনার হামলা হলে আধ ঘন্টার মধ্যে আইসোলেশন ও আইসিইউ ওয়ার্ড তৈরী করতে সক্ষম।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.