করোনা রুখতে আজ থেকে শুরু হচ্ছে লকডাউন, নিয়ম ভাঙলে জামিন অযোগ্য ধারায় শাস্তি
নজরবন্দি ব্যুরোঃ আমাদের দেশেও যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করণায় আক্রান্তের সংখ্যা তাতে দুশ্চিন্তা ও উদ্বেগ দুটোই বেড়েছে পাল্লা দিয়ে। সেই পরিস্থিতিতে গতকাল গোটা দেশজুড়ে জনতার কার্ফুর পর রবিবারই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় কলকাতা সহ রাজ্যের সমস্ত পুরশহর সোমবার বিকেল থেকে লকডাউন করে দেওয়া হবে।
আজ সোমবার বিকেল ৫টা থেকে ২৭ মার্চ রাত ১২টা অবধি এই চলবে লকডাউন। করোনা ভাইরাস যাতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে সেদিকে লক্ষ্য রেখেই এই লকডাউনে ঘোষণা। সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী এই লোকডাউন নিয়ম ভাঙলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
সূত্রের খবর লকডাউন নিয়ম ভাঙলে কোন ব্যক্তিকে ভারতীয় দন্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০ ও ২৭১ জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হবে। সরকারি নিয়ম ভাঙার অপরাধে কোন ব্যক্তির উপর ১৮৮ ধারা প্রয়োগ করা যাবে।সংক্রামক ব্যাধি ছড়ানোর অপরাধে প্রয়োগ করা যাবে ২৬৯ জামিন অযোগ্য ধারা।২৭০ ধারাও জামিন অযোগ্য ধারা। এক্ষেত্রে দু বছরের কারাবাস পর্যন্ত হতে পারে।
অন্যদিকে কেউ যদি কোয়ারেন্টাইন নিয়ম মেনে না চলে তবে সে ক্ষেত্রে ২৭১ ধারা প্রয়োগ করা হবে।
সরকারি নির্দেশিকা স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে মারণ ভাইরাস করোনার মোকাবিলায় লকডাউন নিয়ম রাজ্যের প্রত্যেককে মানতেই হবে। নিয়ম লঙ্ঘন করলে উপরিউক্ত ধারাগুলি প্রয়োগ করবে রাজ্য সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যেসব নাগরিক বিদেশ থেকে ফিরছে তাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছে। জেলাগুলিতে যাঁরা ভিনরাজ্য থেকে ফিরেছেন তাঁদের ইতিমধ্যে সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেএেও নিয়ম ভাঙলে দ্রুত ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন।
আজ সোমবার বিকেল ৫টা থেকে ২৭ মার্চ রাত ১২টা অবধি এই চলবে লকডাউন। করোনা ভাইরাস যাতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে সেদিকে লক্ষ্য রেখেই এই লকডাউনে ঘোষণা। সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী এই লোকডাউন নিয়ম ভাঙলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
সূত্রের খবর লকডাউন নিয়ম ভাঙলে কোন ব্যক্তিকে ভারতীয় দন্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০ ও ২৭১ জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হবে। সরকারি নিয়ম ভাঙার অপরাধে কোন ব্যক্তির উপর ১৮৮ ধারা প্রয়োগ করা যাবে।সংক্রামক ব্যাধি ছড়ানোর অপরাধে প্রয়োগ করা যাবে ২৬৯ জামিন অযোগ্য ধারা।২৭০ ধারাও জামিন অযোগ্য ধারা। এক্ষেত্রে দু বছরের কারাবাস পর্যন্ত হতে পারে।
সরকারি নির্দেশিকা স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে মারণ ভাইরাস করোনার মোকাবিলায় লকডাউন নিয়ম রাজ্যের প্রত্যেককে মানতেই হবে। নিয়ম লঙ্ঘন করলে উপরিউক্ত ধারাগুলি প্রয়োগ করবে রাজ্য সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যেসব নাগরিক বিদেশ থেকে ফিরছে তাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছে। জেলাগুলিতে যাঁরা ভিনরাজ্য থেকে ফিরেছেন তাঁদের ইতিমধ্যে সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেএেও নিয়ম ভাঙলে দ্রুত ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন।

No comments