Header Ads

চাল ও আলু বিতরণের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এখনও পর্যন্ত মারা গিয়েছেন বেশ কয়েকজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। অন্যদিকে, গতকাল মধ্যরাত থেকে দেশ জুড়ে বন্ধ হয়েছে সমস্ত রকম যাত্রীবাহী ট্রেন এবং মেট্রোরেল। রেলমন্ত্রক মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল-সহ সমস্ত রকম ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। গতকাল মধ্যরাতের পর থেকে বন্ধ হয়েছে কলকাতার মেট্রো পরিষেবাও। এদিন বিকেল থেকেই আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সব কিছু বন্ধ হয়ে যাবে রাজ্যের পুর শহরগুলিতে।
এদিন দুপুরের মধ্যে রাজ্যের সমস্ত স্কুলের মিড ডে মিলের চাল ও আলু বিতরণের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলের মিড ডে মিল বিতরণের ক্ষেত্রে সরাসরি শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার এমনই নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
গত শনিবার থেকেই পড়ুয়াদের মিড ডে মিলের জন্য দুই কেজি চাল ও দুই কেজি আলু অভিভাবকদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সেকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
কিন্তু বিতরণের জায়গায় বেশি মানুষের ভিড় এড়াতে সরকার কড়া ব্যবস্থা নিয়েছে।
পার্থবাবুর দাবি, বেশিরভাগ জায়গায় সরকারি নির্দেশিকা মেনে বিতরণ করা হলেও অনেক জায়গায় তা মানা হচ্ছে না। তাই এরপর থেকে কীভাবে মিড ডে মিল বণ্টন করা হবে, তা সরাসরি শিক্ষা দপ্তর থেকে জেনে নিয়ে করার নির্দেশ দিয়েছেন পার্থবাবু। তাঁর অভিযোগ, একসঙ্গে যাতে না ভিড় হয়, সেভাবেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে পরিকল্পনা নিতে বলেছিল সরকার। ওভিযোগ, তা মানা হচ্ছে না। জেলাস্তরে স্কুল পরিদর্শকদের নিজের মতো সিদ্ধান্ত নিতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.