Header Ads

করোনা প্রতিরোধে অ্যাটোমিক ল্যাবকে কাজে লাগানোর ভাবনা!

নজরবন্দি ব্যুরো: দেশে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই আতঙ্ক ইতিমধ্যে ঢুকে পড়েছে বঙ্গের মানচিত্রে। আতঙ্কিত গোটা রাজ্যের মানুষ। রাস্তা-ঘাটের চেহারা দেখলে স্পষ্ট বোঝা যাবে মানুষ ঠিক কতটা আতঙ্কে আছে।

এবার করোনা মোকাবিলায় দেশের প্রতিরক্ষা এবং অ্যাটোমিক গবেষণা ল্যাবরেটরিকেও ময়দানে নামানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের সরকার। কোভিড-১৯ গবেষণায় হাত লাগিয়েছে দেশের সব বায়োটেকনলজি, সায়েন্স অ্যান্ড টেকনলজি রিসার্চ ইনস্টিটিউটগুলি। এই সূত্রের দাবি, কেন্দ্রের কোভিড-১৯ মোকাবিলা কমিটির নির্দেশিকা, দেশের সব ল্যাবকে করোনা গবেষণায় কাজে লাগাতে হবে। স্বাধীনভাবে গবেষণার অনুমতি দেওয়া হয়েছে।

শনিবার বৈঠক বসে নীতি আয়োগের সদস্য ডক্টর বিনোদ পাল, কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা প্রধান কে বিজয়রাঘবনের নেতৃত্বাধীন কোভিড-১৯ মোকাবিলা কমিটি। সিদ্ধান্ত হয় দেশের সব বৈজ্ঞানিক ল্যাবকে করোনা গবেষণায় কাজে লাগানো। তবে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-এর প্রোটোকল এবং নিয়মেই গবেষণা করবে সে সব সংস্থা।

এই প্রসঙ্গে বলে রাখা ভাল, করোনা আটকাতে হিমশিম খাচ্ছে গোটা দেশ। যদিও এই ভাইরাসের মোকাবিলায় বেশকিছু পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে কেন্দ্র ও রাজ্যের সরকার। পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা ট্রেন বন্ধের অনুরোধে রেলমন্ত্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। এবার ভিন রাজ্য থেকে আসা বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হল। শনিবার মধ্যরাত থেকে আর ভিন রাজ্যের বাস ঢুকতে দেওয়া হবে না বাংলায়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.