Header Ads

জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ধন্যবাদজ্ঞাপন বলি তারকাদের।তারকাদের সমস্ত ভিডিও দেখে নিন

নজরবন্দি ব্যুরোঃ ঘড়ির কাটায় তখন বিকেল পাঁচটা। বেজে উঠল কাঁসর ঘন্টা, শঙ্খধ্বনি কোথাও বা শোনা গেল উলুর ধ্বনি সাথে কড়তালি। করোনার জন্য গোটা বিশ্ব আতঙ্কিত। এই করোনা জেরে স্বাস্থ্য কর্মী সহ যারা যারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জরুরী পরিষেবা দিয়ে চলেছেন তাদের সকলকে এভাবেই ধন্যবাদ জানালো দেশবাসী। এই ধন্যবাদজ্ঞাপন এ বাদ গেলনা বলি তারকারা।
এইরূপ ধন্যবাদজ্ঞাপন এর আগে কখনো দেখেনি আমাদের দেশ। রবিবার বিকেলে চিত্রটা অনেকটা এরকমই ছিল। বিকেল পাঁচটার সময় নিজের বাড়ি জলসার ছাদে দেখা গেল অমিতাভ বচ্চন ও তার পুরো পরিবারকে। অভিষেক বচ্চন, ঐশ্বর্য রায় বচ্চন সহ ছোট্ট আরাধ্যা কেও। হাত তালির মাধ্যমে জরুরী পরিষেবার সাথে যুক্ত কর্মীদের ধন্যবাদ জানাল তারা। তবে শুধু বাচ্চান পরিবারই নয় এই পদক্ষেপে যুক্ত হয় অনেক বলিউড তারকারা।
রণবীর-দীপিকা, কার্তিক আরিয়ান, করণ জোহার, আমিশা প্যাটেল, বরুণ ধাওয়ান, কিয়ারা, তামান্না, করিশ্মা কাপুর, জানভি কাপুর সহ একাধিক তারকার ও তার পরিবারের সদস্যরা ধন্যবাদ জানালেন জরুরী পরিষেবা সাথে যুক্ত কর্মীদের।রবিবার করোনার জেরে জনতা কারফিউর ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি ডাক্তার এবং যারা যারা জরুরি পরিষেবায় সংযুক্ত তাদেরকে ধন্যবাদজ্ঞাপন এর জন্য বিকেল পাঁচটার সময় কাঁসরঘন্টা উলুর ধ্বনি ধ্বনি ও কড়তালির মাধ্যমে অভিবাদন জানানোর আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী। এই কাজে যুক্ত হলেন দেশের সাধারন মানুষ থেকে তারকারা ও। তারকাদের ধন্যবাদজ্ঞাপন এর ভিডিও গুলি নিচের লিংকে ক্লিক করে দেখে নিন।

https://www.instagram.com/_u/viralbhayani/?utm_source=ig_embed&ig_mid=A8951F15-EA8D-4EF2-806F-D40C11558172

https://www.instagram.com/p/B-COyhQHbHk/?utm_source=ig_embed&ig_mid=A8951F15-EA8D-4EF2-806F-D40C11558172

https://www.instagram.com/p/B-CPIDFH6rP/?utm_source=ig_embed&ig_mid=A8951F15-EA8D-4EF2-806F-D40C11558172

https://www.instagram.com/p/B-CQtCUnSSn/?utm_source=ig_embed&ig_mid=A8951F15-EA8D-4EF2-806F-D40C11558172

https://www.instagram.com/p/B-CTIhlnfU3/?utm_source=ig_embed&ig_mid=A8951F15-EA8D-4EF2-806F-D40C11558172

https://www.instagram.com/p/B-CTS-Bnh4p/?utm_source=ig_embed&ig_mid=A8951F15-EA8D-4EF2-806F-D40C11558172

https://www.instagram.com/p/B-CTgGNnQuK/?utm_source=ig_embed&ig_mid=A8951F15-EA8D-4EF2-806F-D40C11558172

https://www.instagram.com/p/B-CTy4inoH9/?utm_source=ig_embed&ig_mid=A8951F15-EA8D-4EF2-806F-D40C11558172

https://www.instagram.com/p/B-CR3XEHM8T/?utm_source=ig_embed&ig_mid=A8951F15-EA8D-4EF2-806F-D40C11558172




No comments

Theme images by lishenjun. Powered by Blogger.