জরুরী পরিষেবায় যুক্ত কর্মীদের অতিরিক্ত ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
নজরবন্দি ব্যুরো: করোনার আতঙ্ক ক্রমশ বাড়ছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যে দু-জন এই রোগে আক্রান্ত হবার খবর পাওয়া গিয়েছে। করোনার সময় যে সমস্ত সরকারি কর্মী ছুটি না নিয়ে কাজ করেছেন তাঁদের সকলকেই পুজোর সময় বাড়তি ছুটি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীর মতো ব্যক্তিরা যাঁরা অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত তাঁদের পুজোর সময় বাড়তি ছুটি দেওয়া হবে। যাতে তাঁরা বেড়াতে যেতে পারেন।'
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী এই ধরনের অত্যাবশ্যকীয় ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের প্রশংসা করেছিলেন। এমনকি গতকাল তাঁদের সকলকে এগিয়ে আসার ডাক দিয়েছিলেন।
এবার তাঁদেরই উজ্জীবিত করতে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।
এর আগে সরকারিভাবে ঘোষণা না হলেও রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের কর্মীরা দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন। রাজ্যের প্রতিটি হাসপাতালেই কাজ করছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। ওই সমস্ত কর্মীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছে। এমন কথা স্বীকার করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীর মতো ব্যক্তিরা যাঁরা অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত তাঁদের পুজোর সময় বাড়তি ছুটি দেওয়া হবে। যাতে তাঁরা বেড়াতে যেতে পারেন।'
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী এই ধরনের অত্যাবশ্যকীয় ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের প্রশংসা করেছিলেন। এমনকি গতকাল তাঁদের সকলকে এগিয়ে আসার ডাক দিয়েছিলেন।
এর আগে সরকারিভাবে ঘোষণা না হলেও রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের কর্মীরা দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন। রাজ্যের প্রতিটি হাসপাতালেই কাজ করছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। ওই সমস্ত কর্মীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছে। এমন কথা স্বীকার করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

No comments