সৃজিত হোম কোয়ারেন্টাইনে, বাংলাদেশ থেকে চিন্তায় ঘনঘন ফোন করছেন স্ত্রী মিথিলা।
নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশের গৃহবন্ধী তিনি। সাথে আছে ছোট মেয়ে। দূরে থেকেও স্বামী সৃজিত মুখোপাধ্যায় চিন্তাতেই ব্যস্ত মিথিলা। কাকাবাবুর প্রত্যাবর্তন এর শুটিং করতে গেছিলেন সৃজিত আফ্রিকাতে শুটিং বন্ধ করে মাঝপথেই ফিরে আসতে হলো কলকাতায়। বৃহস্পতিবার সকালে কলকাতা সৃজিত মুখোপাধ্যায় কে দেখা গেল মুখে মাস্ক পরে।
মুখে মাস্ক পরেই সাক্ষাৎকার দিলেন সৃজিত। সৃজিত বলেছেন, করোনায় আক্রান্ত দেশের মধ্যে আফ্রিকা নেই। সেই কারণে তিনি আইসোলেশন সেন্টারে যাননি। ১৪ দিনের জন্য তিনি হোম কোয়ারান্টিনে থাকবেন। তবে এয়ারপোর্টে দাঁড়িয়ে করোনা পরীক্ষায় তিনি পাশ করেছেন।তবুও চিন্তায় ঘুম হচ্ছে না স্ত্রী মিথিলার, বারবার ফোন করছেন স্বামীকে। ভিডিও কল করছেন মাঝেমধ্যে মিথিলা। তিনি আরো জানান ছোট্ট মেয়ে ও কিন্তু সৃজিত কে অনেক সাবধান করেছেন।
সৃজিত ঘরে বন্দি, তাঁর মা অন্য বাড়িতে আছে; ড্রাইভার আসছেন না। ডেভলপমেন্ট সেক্টরে কাজ করার জন্য করোনা নিয়ে অনেকটাই সচেতন মিথিলা। মিথিলা আরো জানান আমাদের দেশে ও স্কুল-কলেজ বন্ধ, এখানেও অনেকে ঘরবন্দি।
মুখে মাস্ক পরেই সাক্ষাৎকার দিলেন সৃজিত। সৃজিত বলেছেন, করোনায় আক্রান্ত দেশের মধ্যে আফ্রিকা নেই। সেই কারণে তিনি আইসোলেশন সেন্টারে যাননি। ১৪ দিনের জন্য তিনি হোম কোয়ারান্টিনে থাকবেন। তবে এয়ারপোর্টে দাঁড়িয়ে করোনা পরীক্ষায় তিনি পাশ করেছেন।তবুও চিন্তায় ঘুম হচ্ছে না স্ত্রী মিথিলার, বারবার ফোন করছেন স্বামীকে। ভিডিও কল করছেন মাঝেমধ্যে মিথিলা। তিনি আরো জানান ছোট্ট মেয়ে ও কিন্তু সৃজিত কে অনেক সাবধান করেছেন।

No comments