Header Ads

আজও হল না আপার প্রাইমারির শুনানি; হতাশ হবু শিক্ষকরা

নজরবন্দি ব্যুরো: আগেই করোনা আতঙ্কের আবহে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর এর প্রভাব পড়েছে আপার মামলার শুনানিতে।
এদিন উচ্চ প্রাথমিকের শুনানি হবার কথা ছিল কলকাতা হাইকোর্টে। আদালত সূত্রে জানা গিয়েছিল, সিরিয়াল নাম্বার ৪ এ রয়েছে আপারের মামলা। এর আগে জানা গিয়েছিল শুধুমাত্র বিশেষ গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে। আপারের মামলা টি কেও গুরুত্বপূর্ণ মামলার তালিকায় রাখা হয়েছিল। পরীক্ষার্থীদের একটা বড় অংশ আশা করেছিল এদিন এই মামলার চূড়ান্ত শুনানি হতে পারে। কিন্তু আজও শুনানি হল না এই গুরুত্বপূর্ণ মামলার।
এর ফলে ফের পিছিয়ে গেল এই মামলার শুনানি। তবে চলতি মাসের মধ্যে এই মামলার শুনানি হবার আর সম্ভাবনা কার্যত নেই বলা চলে। আজ এই মামলার শুনানি না হওয়াতে হতাশ হবু শিক্ষকদের একটা বড় অংশ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.