কেন ঋদ্ধির বদলে পন্থ? গোহারা হেরে তার ব্যাখ্যা দিলেন বিরাট
নজরবন্দি ব্যুরো: ঋদ্ধিমান সাহা নাকি বিশ্বমানের উইকেটকিপার! এই কথা বলেছিলেন বিরাট। কিন্তু সদ্য শেষ হওয়া টেস্ট সফরে প্রথম একাদশে সুযোগ হয়নি বিশ্বের ১ নং উইকেট কিপারের। টেস্ট সিরিজে লজ্জার হারের পর অধিনায়ক জানালেন কেন ঋদ্ধিমান কে বসিয়ে পন্থ কে খেলানো হল। বিরাট বলেন "আমরা ঋষভকে অনেক সুযোগ দিয়েছি। আপনাদের এটা দেখতে হবে যে কাউকে কখন সুযোগ দেওয়ার সঠিক সময়।
এই দলে কারোর জায়গা নির্দিষ্টভাবে নিশ্চিত নয়। কেউ যেন না ভাবে আমিই প্রত্যেকটা ম্যাচে খেলব।ঋষভ উইকেটের পিছনে খুব পরিশ্রম করেছে। সেই জন্যই আমরা ভেবেছিলাম এই সিরিজে ওকে সুযোগ দেব। আমরা ভেবেছিলাম এই সিরিজে ও ফর্মে ফিরবে, ভাল খেলবে। কিন্তু দল হিসেবেও আমরা ব্যর্থ। আমরা একেবারেই ভালো ব্যাটিং করতে পারিনি।"

No comments