নির্ভয়ার দোষীর কিউরেটিভ পিটিশন খারিজ!
নজরবন্দি ব্যুরো: মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য কিউরেটিভ পিটিশন জমা দিয়েছিল পবন কুমার। এবার নির্ভয়া গণধর্ষণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পবন কুমারের কিউরেটিভ পিটিশন খারিজ করল শীর্ষ আদালত।
শীর্ষ আদালতে এদিন শুনানি ছিল।
১৭ফেব্রুয়ারি আদালতের নির্দেশ মতো আগামীকাল ফাঁসির দিন ধার্য করা হয়েছে। কিছুদিন আগেই কিউরেটিভ পিটিশন জমা দিয়েছিল পবন। আজ সেটাও খারিজ হয়ে গেল। এর আগে শারীরিক অবস্থা, নাবালকত্বের মতো একাধিক কারণ দেখিয়ে একের পর এক পিটিশনের জেরে পিছিয়েছে ফাঁসির নির্ধারিত দিন।
এই নিয়ে মোট তিনবার ফাঁসির দিন ধার্য করা হয়েছে। এর পাশাপাশি নির্ভয়াকাণ্ডের আর এক দোষী বিনয় শর্মা রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। ১৪ ফেব্রুয়ারি বিনয়ের সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।
শীর্ষ আদালতে এদিন শুনানি ছিল।
১৭ফেব্রুয়ারি আদালতের নির্দেশ মতো আগামীকাল ফাঁসির দিন ধার্য করা হয়েছে। কিছুদিন আগেই কিউরেটিভ পিটিশন জমা দিয়েছিল পবন। আজ সেটাও খারিজ হয়ে গেল। এর আগে শারীরিক অবস্থা, নাবালকত্বের মতো একাধিক কারণ দেখিয়ে একের পর এক পিটিশনের জেরে পিছিয়েছে ফাঁসির নির্ধারিত দিন।

No comments