Header Ads

কলকাতায় দাঁড়িয়ে ‘গোলি মারো’ স্লোগান দেওয়ায় গ্রেফতার তিন বিজেপি কর্মী

নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা ছিল। সেই সভায় যোগ দিতে আসা বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদের পুলিশের সামনেই ‘গোলি মারো’ স্লোগান দিতে দেখা যায়। যা নিয়ে গতকাল থেকেই ব্যাপক চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। সাধারণ নাগরিকরা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন। এরপরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। মহানগরীর রাজপথে এহেন উস্কানিমূলক মন্তব্য করায় গতকাল রাতেই নিউমার্কেট থানা জামিন অযোগ্য ধারায় বিজেপির আইনজীবী ছেলের তিন সদস্যকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ১৫৩-এ,৫০৫, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিজেপির তিন সদস্যকে চিহ্নিত করে। রাতভর অভিযান চালিয়ে বিজেপির তিন সদস্যকে গ্রেপ্তারও করা হয়। ধৃতরা হলেন সুরেন্দ্র কুমার তিওপয়ারি, ধ্রুব বসু ও পঙ্কজ প্রসাদ।
পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে দুজনকে সদর স্ট্রিট থেকে ও একজনকে ভবানীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত তিন বিজেপি সদস্যকে সোমবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। প্রসঙ্গত ‘গোলি মারো’ স্লোগান নিয়ে আগেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল দিল্লিতে। সিএএ ইস্যুতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় দিল্লিতে। আর সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও কপিল মিশ্র একই রকমের মন্তব্য করেছিলেন। এই মন্তব্যকে তীব্র নিন্দা করেছিলেন দেশের বিশিষ্ট নাগরিকরা। দলের দিল্লি নেতাদের এহেন মন্তব্যের পর একই সুরে রাজ্যের তিন বিজেপি কর্মীর স্লোগান দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাংলাতেও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.