টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ বিরাট বাহিনী।
নজরবন্দি ব্যুরো: নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ হল টিম ইন্ডিয়া। ওয়েলিংটনে প্রথম টেস্ট ১০ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে জিতল কেন উইলিয়ামসনের দল।মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেলদ্বিতীয় টেস্ট। ভারতের দ্বিতীয় ইনিংস ১২৪-এ মুড়িয়ে দিয়ে জেতার জন্য প্রয়োজনীয় ১৩২ কিউয়িরা হাসতে হাসতে তুলে দিলেন মাত্র তিন উইকেট হারিয়ে।
গতকালের ৯০-৬ থেকে ভারত গুটিয়ে গেল ১২৪-এ।ময়াঙ্ক-পৃথ্বীর ওপেনিং জুটি নির্ভরতা দিতে পারেনি। সিনিয়রদের মধ্যে পূজারা-রাহানেরাও সঙ্কটের মুহূর্তে মুশকিল আসান হতে দুটো টেস্টেই ব্যর্থ। ঋদ্ধিমান সাহার বদলে প্রথম এগারোয় ঋষভকে নেওয়া হয়েছিল ব্যাটিংয়ের জন্য। চারটে ইনিংস সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু তিনিও চূড়ান্ত ব্যর্থ। ক্যাপ্টেন কোহলির ব্যাটে রানের খরা। মোট ৪বার ব্যাট করে তাঁর গড় ২০। তি একটা প্রশ্ন সবার মুখে ঘুরছে, দেশে তো সবাই জেতে। বিদেশে নিয়মিত জিতলে তবেই না এক নম্বর!
গতকালের ৯০-৬ থেকে ভারত গুটিয়ে গেল ১২৪-এ।ময়াঙ্ক-পৃথ্বীর ওপেনিং জুটি নির্ভরতা দিতে পারেনি। সিনিয়রদের মধ্যে পূজারা-রাহানেরাও সঙ্কটের মুহূর্তে মুশকিল আসান হতে দুটো টেস্টেই ব্যর্থ। ঋদ্ধিমান সাহার বদলে প্রথম এগারোয় ঋষভকে নেওয়া হয়েছিল ব্যাটিংয়ের জন্য। চারটে ইনিংস সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু তিনিও চূড়ান্ত ব্যর্থ। ক্যাপ্টেন কোহলির ব্যাটে রানের খরা। মোট ৪বার ব্যাট করে তাঁর গড় ২০। তি একটা প্রশ্ন সবার মুখে ঘুরছে, দেশে তো সবাই জেতে। বিদেশে নিয়মিত জিতলে তবেই না এক নম্বর!

No comments