বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার রাজ্যে প্রতি মাসে অমিত শাহ!
নজরবন্দি ব্যুরো: সামনেই এই রাজ্যে পুরসভা নির্বাচন। আর এই নির্বাচনের পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। হাতে এখনও অনেকটা সময় থাকলেও পৌরসভা ভোটের পরই মাঠে নামছে বিজেপি।
বাংলাকে পাখির চোখ করে এবার থেকে প্রতি মাসে রাজ্যে দলীয় কাজে হাজির থাকবেন অমিত শাহ। নিউ টাউনের একটি হোটেলে দলীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গ নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন তিনি। "আর নয় অন্যায়" এই ব্যানারকে সামনে রেখে রাজ্যজুড়ে তৃণমূল বিরোধী প্রচার জোর দেবে বিজেপি। এর পাশাপাশি সিএএ-র ভালো ফলকে কাজে লাগাতে দলীয় ক্যাডারদের পরামর্শ দেন অমিত শাহ।
সম্প্রতি রাজ্যের তিন কেন্দ্রে বিধানসভা উপ-নির্বাচন হয়। দুই ক্ষেত্রেই নির্বাচনের আগে একাধিকবার রাজ্যে এসেছেন অমিত শাহ। প্রচার থেকে সভা সবই সেরেছেন তিনি। কিন্তু তারপরও ওই উপ-নির্বাচনে বিজেপি-র খারাপ ফল এবং তিনটি আসনই তৃণমূলের দখলে চলে যায়। আর এবার কোনওভাবেই আর এক অংশ জমিও ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির। পৌরসভা নির্বাচনের আগেই তাই প্রচারে জোর দিতে নির্দেশ দিলেন তিনি।
বাংলাকে পাখির চোখ করে এবার থেকে প্রতি মাসে রাজ্যে দলীয় কাজে হাজির থাকবেন অমিত শাহ। নিউ টাউনের একটি হোটেলে দলীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গ নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন তিনি। "আর নয় অন্যায়" এই ব্যানারকে সামনে রেখে রাজ্যজুড়ে তৃণমূল বিরোধী প্রচার জোর দেবে বিজেপি। এর পাশাপাশি সিএএ-র ভালো ফলকে কাজে লাগাতে দলীয় ক্যাডারদের পরামর্শ দেন অমিত শাহ।

No comments