লক্ষ্য একুশের নির্বাচন, ‘দিদিকে বলো’র পর নয়া কর্মসূচী নিয়ে মাঠে নামছে তৃণমূল
নজরবন্দি ব্যুরোঃ একুশের বিধানসভা নির্বাচনকে টার্গেট করে জনসংযোগ বাড়াতে দিদিকে বলোর পর নয়া উদ্যোগ নিল তৃণমূল। এবার মেগা লঞ্চকে সামনে রেখে ভোটের আগে ময়দানে ঝাঁপিয়ে পড়তে চাইছে তৃণমূল। দলের লাখো কর্মী জনগনের বাড়িতে বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন। সাধারনের মানুষের কাছ থেকে শুনবেন তাঁদের সমস্যা ও চাওয়া-পাওয়ার কথা।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তাঁর উন্নয়ন মূলক কাজগুলিই তাঁর প্রচারের মূল অস্ত্র। তবে এতদিনধরে দিদিকে বলোর মাধ্যমে ফোনে মানুষের সমস্যা ও অভিযোগের কথা শোনা হত। এবার বিধায়করা সরাসরি পৌঁছে যাবেন মানুষের কাছে। ১৫ দিন করে সময় নিয়ে বিধায়কদের নিজের বিধানসভা কেন্দ্রের অন্তত ৪৫টি গ্রামপঞ্চায়েতে প্রচার করবেন।
শহরাঞ্চলেও মানুষের কাছে পৌঁছতে হবে দলকে। এবারের এই কর্মসূচীতে মানুষের সঙ্গে মুখোমুখি হবেন নেতা নেত্রীরা। এবারের এই নয়া কর্মসূচীতে তৃণমূলের পক্ষ থেকে মানুষজনকে বোঝানো হবে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মানুসের পাসে আছেন। দিদিকে বলোর পর এই কর্মসূচীর মাধ্যমে তৃণমূলের জনসংযোগ আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তাঁর উন্নয়ন মূলক কাজগুলিই তাঁর প্রচারের মূল অস্ত্র। তবে এতদিনধরে দিদিকে বলোর মাধ্যমে ফোনে মানুষের সমস্যা ও অভিযোগের কথা শোনা হত। এবার বিধায়করা সরাসরি পৌঁছে যাবেন মানুষের কাছে। ১৫ দিন করে সময় নিয়ে বিধায়কদের নিজের বিধানসভা কেন্দ্রের অন্তত ৪৫টি গ্রামপঞ্চায়েতে প্রচার করবেন।

No comments