Header Ads

দিল্লিতে পরিকল্পিতভাবে গণহত্যা হয়েছেঃ বিস্ফোরক মমতা

নজরবন্দি ব্যুরোঃ আজ সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা লঞ্চের অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উদ্দেশ্যে রীতিমত বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তাঁর কথায় "দিল্লিতে পরিকল্পিতভাবে গণহত্যা হয়েছে।"
নাম না করেই বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন " পুলিশ, সেনা থাকার সত্ত্বেও কেন এত হিংসার ঘটনা ঘটল। গদ্দার কে তা মানুষ ঠিক করবে। বাংলার মাটিতে উস্কানিমূলক কোন কিছুকেই সহ্য করা হবে না। গতকালই আমাদের রাজ্যে এই ধরনের শ্লোগান শোনা মাত্রই এক রাতে সবাইকে গ্রেফতার করিয়ে দিয়েছে। ওদের ফর্মুলা যুদ্ধ লাগিয়ে ভোটে জিতে পালিয়ে যাওয়া।"
প্রসঙ্গত, 'দিদিকে বলো'র পর পুরভোটকে মাথায় রেখে নতুন কর্মসূচি আনতে চলেছে তৃণমূল। 'বাংলার গর্ব মমতা' এই স্লোগান দিয়ে ক্যাম্পেইনে নামতে চলেছে তৃনমূলের কর্মী-সমর্থকরা। বাংলায় ঘাসফুলই যে বিকল্প তা মানুষকে ধাপে ধাপে বুঝিয়ে দেয়া হবে এই কর্মসূচির মাধ্যমে। বাংলার জনমানুষের কাছে তৃণমূলের সুফল তুলে ধরার পাশাপাশি জনসংযোগ বাড়াতেই এই কর্মসূচির আয়োজন বলে দলীয় সূত্রে খবর।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.