Header Ads

হিন্দু নাম গ্রহণ, বিমানবন্দরে ধৃত ২ রোহিঙ্গা

নজরবন্দি ব্যুরো: কলকাতা বিমানবন্দরে ধৃত দুই রোহিঙ্গা মহিলা। উদ্ধার হয়েছে জাল পাসপোর্ট। রবিবার মধ্যরাতে ব্যাংককগামী একটি বিমানে সওয়ার হওয়ার আগেই তাদের আটক করেন অভিবাসন দফতরের কর্তারা।
গতকাল রাত ১২ টা নাগাদ কলকাতা থেকে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি বিমানের দুই যাত্রীর কথাবার্তায় সন্দেহ হয় অভিবাসন দফতরের আধিকারিকদের। তাদের পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায় একজনের নাম রিনা সাহা ও অপরজনের নাম তানিয়া বিশ্বাস।
তবে ভাল করে নথি খতিয়ে দেখতেই অভিবাসন দফতরের আধিকারিকরা জানতে পারেন, তানিয়ার আসল নাম তসলিমা। অপরদিকে, রিনার নাম রোকসানা আক্তার। দু-জনেই মায়ানমারের বাসিন্দা। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর ধৃতদের এনএসসিবিআই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই মহিলার পাসপোর্টে ঠিকানা হিসেবে উত্তর ২৪ পরগনা হাবরা ফুলতলার কথা বলা হয়েছে। কি করে ভারতীয় পাসপোর্ট তৈরি করল তারা এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ধৃতদের জেরা করা হচ্ছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.