কর্ণাটকের সামনে৩৫২র টার্গেট, শূন্য রনে আউট রাহুল। জয়ের গন্ধ পাচ্ছে বেঙ্গল টাইগাররা
নজরবন্দি ব্যুরো: রঞ্জি ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের সামনে জয়ের জন্য ৩৫২ রানের লক্ষ্য রাখল বাংলা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষপর্যন্ত ১৬১ রানে শেষ হয় বাংলার দ্বিতীয় ইনিংস। সব মিলিয়ে জয়ের জন্য কর্ণাটককে করতে হবে ৩৫২ রান। এই অবস্থাই ব্যাট করতে নেমে প্রথমেই বড়সড় ধাক্কা খেয়েছে কর্ণাটক। ইশান পোড়েলের বলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে এল রাহুলকে।
চতুর্থ ইনিংসে ৩৫০ রান তাড়া করে কর্ণাটকের ম্যাচ জয়ের নজির রঞ্জিতে নেই। তার উপর প্রথম ইনিংসে ইশান পোড়েল-মুকেশ কুমারদের যা পারফরম্যান্স, দ্বিতীয় ইনিংসে সেটা ধরে রাখতে পারলেই ১৩ বছর পর রঞ্জি ফাইনাল খেলা কেবল সময়ের অপেক্ষা বাংলার। আর সেতা করতে শুরু করে দিয়েছেন বাংলার বোলাররা।
চতুর্থ ইনিংসে ৩৫০ রান তাড়া করে কর্ণাটকের ম্যাচ জয়ের নজির রঞ্জিতে নেই। তার উপর প্রথম ইনিংসে ইশান পোড়েল-মুকেশ কুমারদের যা পারফরম্যান্স, দ্বিতীয় ইনিংসে সেটা ধরে রাখতে পারলেই ১৩ বছর পর রঞ্জি ফাইনাল খেলা কেবল সময়ের অপেক্ষা বাংলার। আর সেতা করতে শুরু করে দিয়েছেন বাংলার বোলাররা।

No comments